বল ট্যাম্পারিং করা ক্রিকেটার ‘চিফ সিলেক্টর’! কানেরিয়ার কটাক্ষের সামনে আফ্রিদি
পিসিবি চেয়ারম্যান পদে থাকা রামিজ রাজার স্থলাভিষিক্ত হয়ে নাজাম শেঠি। পিসিবি প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেটে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই ধারাবাহিকতায়, আরেকটি পরিবর্তন এসেছে, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে প্রধান নির্বাচক (অন্তবর্তীকালীন) করা হয়েছে।
শাহিদ আফ্রিদির পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাছাই করা তিন সদস্যের কমিটিতে থাকবেন আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আঞ্জুম। এদিকে, সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া একটি ছবি শেয়ার করে আফ্রিদিকে কটাক্ষ করেছেন।
আরও পড়ুন… সচিনকে আউট করে তারকা হয়েছিলেন, এখন জীবনের সঙ্গে লড়াই করছেন ইংরেজ প্রাক্তনী শন উদাল
আসলে যেখানে শাহিদ আফ্রিদি নতু দায়িত্ব পাওয়ার পর থেকে যেখানে সকলেই সোশ্যাল মিডিয়াতে তাকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, সেখানে আফ্রিদির অতীতের একটি লজ্জাজনক ঘটনার সঙ্গে জড়িত থাকার ছবি শেয়ার করে টুইট করেছেন দানিশ কানেরিয়া। কানেরিয়া যেই ছবিটি শেয়ার করেছেন তাতে শহিদ আফ্রিদিকে ‘বল ট্যাম্পারিং’ করতে দেখা যাচ্ছে। ছবির সঙ্গে, দানিশ কানেরিয়া হাস্যকর ইমোজির ক্যাপশনে লিখেছেন, ‘প্রধান নির্বাচক।’
দানিশ কানেরিয়ার এই পোস্টে ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বলুন যে রামিজ রাজাকে ইমরান খান ২৭ অগস্ট ২০২১ এ নিয়োগ করেছিলেন। এর আগে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এহসান মানিকে। এখন যেহেতু ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নন, তাই রামিজ রাজার ছুটিও প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছিল। নাজাম শেঠির আগে, পিসিবি-র পুরোনো প্রধান রামিজ রাজা বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট দলের প্রতি তার কঠোর অবস্থানের জন্য ক্রমাগত শিরোনামে আসছিলেন। টিম ইন্ডিয়া, বিসিসিআই জয় শাহ নিয়ে নাজাম শেঠির মেজাজ কী, তা সময়ই বলে দেবে।
আরও পড়ুন… বাবরের চাকরি এখনই যাচ্ছে না, ইঙ্গিত শাহিদ আফ্রিদির
তবে তার আগে পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি শনিবার পাকিস্তান পুরুষদের জাতীয় দলের অন্তর্বর্তী প্রধান নির্বাচক নিযুক্ত হয়েছেন। আফ্রিদি প্রাক্তন খেলোয়াড় আবদুল রাজ্জাক, রাও ইফতিখার আহমেদ এবং হারুন রশিদের সমন্বয়ে নির্বাচকদের একটি অন্তর্বর্তী কমিটির প্রধান হয়েছেন। আফ্রিদির পাকিস্তান দলের প্রধান নির্বাচক হওয়ায় পাকিস্তানি ক্রিকেটের একটি বড় অংশ খুশি হলেও কিছু প্রাক্তন খেলোয়াড়ও কটূক্তিতে পিছিয়ে নেই। প্রাক্তন স্পিনার বোলার দানিশ কানেরিয়া তেমনই একটি নাম। তাঁর টুইট রীতিমতো ভাইরাল হচ্ছে। প্রাক্তন পাকিস্তানি স্পিনারের এই টুইট সোশ্যাল মিডিয়ায় বিতর্কের বিষয় হয়ে উঠেছে।
তাদের খেলার দিন থেকেই কানেরিয়া ও আফ্রিদির সম্পর্ক ভালো ছিল না। অনেকবার কানেরিয়াও আফ্রিদিকে কটূক্তি করেছেন এবং বলেছেন যে তার ক্যারিয়ার বেশি দিন টিকতে পারেনি, এর পিছনে রয়েছে শাহিদ আফ্রিদি। আফ্রিদির বিরুদ্ধে তাঁর ক্যারিয়ার ধ্বংসের অভিযোগও তুলেছেন কানেরিয়া।
পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ম্যাচে ২৬১টি উইকেট নিয়েছেন দানিশ কানেরিয়া। কানেরিয়া পাকিস্তানি ক্রিকেটের অন্যতম সেরা স্পিন বোলার হিসেবে পরিচিতি পেয়েছিলেন। কিন্তু সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে তাকে দল ছাড়তে হয়েছিল।
For all the latest Sports News Click Here