বলিউড নিয়ে মনে কোনও তিক্ততা নেই, ভারতীয়দের ভালোবাসায় হৃদয় পরিপূর্ণ: আতিফ আসলাম
২০০৫ সালে ‘জহর’ ছবির হিট গান ‘ও লমহে’ দিয়ে শুরু হয়েছিল পাক গায়ক আতিফ আসলামের বলিউড জার্নি। পরবর্তী দেড় দশক মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করেছেন আতিফ। ‘পেহলি নজর’ থেকে ‘দিল দিয়া গল্লাঁ’- তাঁর নামের পাশে অজস্র হিট গান রয়েছে। কিন্তু পুলওয়ামা হামলার পরবর্তী সময়ে ভারতে পাক শিল্পীদের কাজ করবার উপর সম্পূর্নরূপে নিষেধাজ্ঞা জারি হয়েছিল বলিউডে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)–এর তরফে জারি লিখিতভাবে এই প্রতিবন্ধকতা আরোপ করা হয়। এর জেরেই একাধিক ছবি থেকে বাদ পড়েছিল আতিফের গান। ‘ভারত’ ছবির ‘চাসনি’, ‘পল পল দিল কে পাস’ ছবির টাইটেল ট্র্যাক পরবর্তীকে রেকর্ড করানো হয় অন্যদের নিয়ে।
পুলওয়ামা হামলার ঠিক একদিন আগে টি-সিরিজ লেবেল থেকে মুক্তি পেয়েছিল আতিফ আসলামের সিঙ্গল ‘বারিশে’, ভারতের মাটিতে ওটাই আতিফের শেষ মুক্তিপ্রাপ্ত কাজ। গত আড়াই বছর ধরে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে ব্রাত্য এই পাক তারকা গায়ক। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলিউড নিয়ে মুখ খুলেছেন আতিফ আসলাম।
আতিফের সামনে প্রশ্ন রাখা হয়েছিল বলিউড নিয়ে এখন তাঁর মনে কোনও তিক্ততা রয়েছে কিনা? ‘আদাদ’ খ্যাত গায়ক সাফ জানান, ‘সত্যি বলছি, আমার এতটুকুও মনে হয় না আমার সঙ্গে বলিউডের কোনও অম্ল-মধুর সম্পর্ক রয়েছে… এই ব্যাপারে আমার কিছু করবার নেই (গান রিপ্লেস হওয়া), চাসনি গানটা আমার গলায় দর্শকদের কাছে পৌঁছায়নি বলে আমার কোনও আক্ষেপ নেই। আমি আমার কেরিয়ারের বেশিরভাগ সময়টা জুড়েই ভারতে কাজ করেছি এবং সেটা দুর্দান্ত একটা অভিজ্ঞতা। আমি সেদেশে যা ভালোবাসা পেয়েছি, তাতে আমার হৃদয় পরিপূর্ণ, সত্যি বলছি’।
আতিফ যোগ করেন, এটা কোনওদিন অম্লমধুর হতে পারে না, কারণ আমি বিশ্বাস করি যদি আমার ভাগ্যে কিছু থাকে, সেটা আমি পাব। যদি আমার কোনওকিছু না পাই, তবে আক্ষেপ নেই। বলিউডের ছবিতে গান না গাওয়াটা আমার হাতে নেই, বিষয়টা এমনই হয়েছে পরিস্থিতির জেরে। আমি মনে করি কোনও কিছু কিছু বিষয়কে সাদরে গ্রহণ করতে হয়, তাহলে আপনি জীবনে এগিয়ে যেতে পারেন’।
এই সাক্ষাত্কারেই আতিফ ফাঁস করেন, শাহরুখ খানের ‘দিলওয়ালে’ ছবির জন্য গেরুয়া গানটি রেকর্ড করেছিলেন তিনি। কিন্তু কোনও কারণবশত হয়ত সেই খবর শাহরুখ খানের কাছে পৌঁছায়নি। উল্লেখযোগ্য. এক সাক্ষাত্কারে শাহরুখ বলেছিলেন তিনি শুরু থেকে চেয়েছিলেন ‘গেরুয়া’ গানটি আতিফ আসলামের কন্ঠে রেকর্ড করতে, তবে আতিফ এতো ব্যস্ত সে সময় দিতে পারেনি!
For all the latest entertainment News Click Here