বলিউডে ৩০ বছর পেরিয়ে বিস্ফোরক রণিত, ‘তারকারা তারকাই হয় আর অভিনেতারা অভিনেতা!’
বলিউডের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ রণিত রায়। পর্দায় ভিলেন হোক কিংবা ধূসর চরিত্র, দুই ব্যাপারেই পারদর্শী তিনি। তাঁর ঝুলিতে রয়েছে অনুরাগ কশ্যপ থেকে করণ জোহর এর মতো প্রখ্যাত পরিচালকদের ছবিতে কাজ করার অভিজ্ঞতা। প্রায় তিন দশকের কেরিয়ারে বহু উত্থান পতন দেখেছেন রণিত। ১৯৯২ সালে ‘জান তেরে নাম’ ছবির মাধ্যমে বলিপাড়ায় ডেবিউ করেছিলেন রণিত। সে ছবি সুপারহিটও হয়েছিল। তবে এরপর তেমন করে আর বড়পর্দায় সাফল্যের মুখ তিনি দেখতে পাননি। এরপর ফের ২০০০ সালে ছোটপর্দায় একতা কাপুর প্রযোজিত ‘কসৌটি জিন্দেগি কী’ ধারাবাহিকে ‘মিঃ বাজাজ’-এর চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তারপরেই আরও একবার বড়পর্দায় সফলভাবে কামব্যাক করেন তিনি।
নিজের কেরিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘জান তেরে নাম’ হিট করার পরেও ইন্ডাস্ট্রির অন্দর থেকে তেমন প্রশংসা পাইনি, সাধুবাদ থেকে ফুলের তোড়া কিছুই জোটেনি। তবে এই নিয়ে কোনও আফসোস নেই। আজ যখন পিছন ফিরে আমার কেরিয়ারের সেই চড়াই-উৎরাইগুলি দেখি, মনে হয় এইগুলো ছিল বলেই আজ অভিনেতা হিসেবে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি।আসলে কী বলুন তো তারকা তারকাই হয় আর অভিনেতারা অভিনেতাই হয়। হয়ত সেই সময় যদি রাতারাতি তারকার পর্যায় উন্নত হয়ে যেতাম তাহলে হয়ত একটা সময়ে হারিয়েও যেতে পারতাম।’
সামান্য থেমে তাঁর সংযোজন, ‘একটা সময় বহু কটাক্ষ, বিদ্রুপের শিকার হয়েছি। যাঁরা সেই সময় ওইসব করেছিলেন পরবর্তীকালে তাঁরাই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। তাঁরা ইন্ডাস্ট্রিতে না টিকলেও আমি কিন্তু ঠিক টিকে রয়েছি। বর্তমানে ইন্ডাস্ট্রি থেকে দারুণ সম্মান ও ভালোবাসা পাই আর সেসবের জন্য আক্ষরিক অর্থেই সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
For all the latest entertainment News Click Here