বলিউডে পদার্পণ আরও এক স্টার কিডের! দেখুন তো ছবি দেখে চিনতে পারেন কিনা
সুরের জাদুতে সকলকে মুগ্ধ করার পর এবার ভারতীয় আমেরিকান গায়িকা শ্যানন কে পা রাখতে চলেছেন বলিউডে। তাঁর প্রথম ছবি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। ভারতের অন্যতম বিখ্যাত গায়ক, তথা ‘মেলোডি কিং’ কুমার শানুর কন্যা শ্যানন।
ই-টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্যানন জানিয়েছেন গান ছাড়াও তিনি এবার অভিনয়ের জগতে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখতে চলেছেন। ছবির নাম ‘চল জিন্দেগি’, শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।
কিছুদিন আগেই একটি মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন শ্যানন। সেখানে শানের সঙ্গে শ্যাননের যুগলবন্দি ধরা পড়েছিল। তাঁরা দুজনই মিলে এই মিউজিক ভিডিয়ো প্রকাশ করেছেন। চল জিন্দেগি ছবিতে তিনি ছাড়াও সঞ্জয় মিশ্র এবং মিতা বশিষ্ট থাকবেন মুখ্য ভূমিকায়। ট্র্যাভেল ঘরানার এই ছবির বিষয়ে শানু কন্যা আরও জানান, ‘এই ছবিতে আমরা সবাই আমাদের বাইক নিয়ে লাদাখে যাব। ওটাই আমাদের গন্তব্য। এই ছবির মধ্যম বলতে চাওয়া হয়েছে যে জীবনকে ভালোবাসো, জীবনে কোনও কিছু শুরু করার জন্য কোনও সময়ই দেরি নয়। যখন ইচ্ছে তখনই শুরু করা যায়।’ অর্থাৎ এই ছবিতে যে একটা সুন্দর ভিজ্যুয়াল ট্রিট মিলতে চলেছে সেটা বলাই যায়।
শানের সঙ্গে হাত মিলিয়ে কিছুদিন আগে তিনি যে মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে এনেছিলেন সেই ভিডিয়োর নাম ‘Baby I Love You’. এই গানটির জন্য তিনি সবার থেকে বেশ প্রশংসাও পেয়েছেন। সকলেরই তাঁর এই কাজ বেশ ভালো লেগেছে।
শ্যাননের প্রকৃত নাম সানা কুমার শানু ভট্টাচার্য, তিনি মূলত একজন আমেরিকান পপ গায়িকা। তাঁর একাধিক গান ইউটিউবে রীতিমত হিট করেছে। মাত্র আঠারো বছর বয়েসেই তিনি একাধিক গান বানিয়ে ফেলেছেন।
For all the latest entertainment News Click Here