বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ-পুত্র আরিয়ান, ওয়েব সিরিজ দিয়েই কেরিয়ার শুরু!
বাবার পথ ধরেই চলছে আরিয়ান। খুব জলদি শুরু করবেন নিজের বলিউড কেরিয়ার। যদিও শাহরুখ খানের মতো ক্যামেরার সামনে নয়, বরং আরিয়ান কাজ করবেন ক্যামেরার পিছনে। টিনসেল টাউনের খবর অনুসারে, আরিয়ান খান লেখক হিসেবে শুরু করবেন নিজের কেরিয়ার। শোনা যাচ্ছে তারকা পুত্র আপাতত একটি ওয়েব সিরিজের জন্য গল্প লিখছেন, সাথে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করে দিয়েছেন।
ওটিটি-র জন্য যেই গল্পটি লিখছেন আরিয়ান তা ওটিটি প্ল্যাটফর্মে অনুমোদন পাওয়া নিয়ে কথা চলছে। আর যেই সিনেমার জন্য গল্প আরিয়ান লিখছেন তার প্রযোজনা করবে শাহরুখ-গৌরীর রেড চিলিজ।
২০২০ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফা আর্টস, সিনেম্যাটিক আর্টস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনে ব্যাচেলার ডিগ্রি লাভ করেন আরিয়ান খান। যদিও তার পর মাদক মামলায় জড়িয়ে পরায় বেশ খারাপ যায় বাদবাকি বছরটা। মাসখানেক হাজতবাস, তাঁকে নিয়ে নানা নেতিবাচক খবর, এনসিবি-র অফিসে হাজিরা দেওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি। তবে বছরের শুরুতেই আইপিএলের অকশনে দেখা যায় তাঁকে বোন সুহানার সাথে। আর এবার এল বলিউডে এন্ট্রি নেওয়ার খবর।
প্রসঙ্গত, পড়াশোনা শেষ করে নিউ ইয়র্ক থেকে ফিরে এসেছেন সুহানাও। খুব শীগ্রই বলিউডে নায়িকা হিসেবে কেরিয়ার শুরুর কথা আছে শাহরুখ-কন্যার। আর্চি কমিক্সের বলিউড সংস্করণ বানাচ্ছেন জোয়া আখতার। আর সেই ছবিতেই অভিনয় করার কথা আছে তাঁর।
ছেলে সামলে উঠতে কাজে মন দিয়েছেন শাহরুখ খানও। মার্চেই দীপিকা পাড়ুকোনকে নিয়ে যাচ্ছেন স্পেন ‘পাঠান’র শ্যুটে।
For all the latest entertainment News Click Here