বলিউডে ডেবিউর পথে ছোটবেলার বান্ধবী সুহানা, শানায়া! প্রয়োজন আছে অনন্যা পরামর্শের?
ছোটবেলা থেকেই অনন্যা পাণ্ডে, সুহানা খান এবং শানায় কাপুরের বেশ গাঢ় বন্ধুত্ব। প্রায়শই নেটমাধ্যমের পাতায় পরস্পরের সঙ্গে ছবি শেয়ার করেন এই স্টার কিডরা। বান্ধবীদের বলিউডে ডেবিউ সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অনন্যা।
২০১৯ সালে করণ জোহরের ছবি ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে ডেবিউ করেন অনন্যা। সম্প্রতি সাক্ষাৎকারে চাঙ্কি কন্যা জানিয়েছেন, তাঁরা তিন মাথা এক হলে কী কী নিয়ে আলোচনা করেন। ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে ডেবিউ করছেন সুহানা খান। অন্যদিকে ‘বেধড়ক’ ছবি দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু করবেন শানায়া কাপুর।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছেন, ‘যখনই আমাদের দেখা হয়, আমাদের মধ্যে স্বাভাবিক আলোচনা হয়, ঠিক যেমন তিন বন্ধু যখন দেখা করে এবং কথা বলে। ব্যাপারটা এমন নয়, আমি বসে জ্ঞান দিই। আমার মনে হয়, আমি সেই জায়গায় এখনও পৌঁছাতে পারিনি। আমার ক্ষেত্রে, ওরা আমার সবথেকে ভালো বন্ধু, ওদের সঙ্গে খেলা করে আমি বড় হয়েছি। আমাদের সমীকরণ পাল্টাবে না।’
আরও পড়ুন: হৃতিকের বোনের জন্মদিন, রোশন পরিবারের পারিবারিক ছবিতে সাবা, শেয়ার করলেন পিঙ্কি
অভিনেত্রী আরও যোগ করেছেন, ‘আমি মনে করি না, ওরা আমাকে এক্ষেত্রে গুরুত্ব দেবে। আমার পরামর্শের প্রয়োজন হবে। আমরা একে অপরের কাছ থেকে শিখি এবং একে অপরকে সমানভাবে খেয়াল রাখি। আমার মনে হয় নিজেদের মধ্যে আমাদের কোনও পরিবর্তন হয়নি।’
বলিউডে পা রাখাটা শুধু সময়ের অপেক্ষা সুহানা এবং শানায়ার জন্য। জোয়া আখতারের নেটফ্লিক্সের সিনেমা ‘দ্য অর্চিস’ দিয়েই বাবা শাহরুখের পদাঙ্ক অনুসরণ করছেন সুহানা। ‘আর্চি কমিক্স’কে পর্দায় আনছেন জোয়া। কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের গল্প উঠে আসবে এই ছবি। সাতটি চরিত্র এবং তাদের জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে তৈরি হবে। শাহরুখ কন্যাকে ভেরোনিকার চরিত্রে দেখা যাবে। ২০২৩ সালেই মুক্তি পাবে এই ছবি।
অন্যদিকে, ডেবিউ করার জন্য প্রস্তুত অভিনেতা সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুর কন্য়া। প্রযোজক করণ জোহরের হাত ধরে বলিউডে নিজের জার্নি শুরু করতে চলেছে এই স্টার কিড। ছবির নাম ‘বেধড়ক’। ছবির শানায়ার পাশাপাশি অভিনয় করবেন লক্ষ্য এবং গুরফতেহ পিরজাদার। পরিচালনায় শশাঙ্ক খৈতান। ‘বেধড়ক’-এ শানায়ার চরিত্রে নাম নিমৃত। ইতিমধ্যে ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। চলতি বছর ছবির শ্যুটিংও শুরু হবে।
For all the latest entertainment News Click Here