বলিউডে কেরিয়ার শুরু করছেন শিখর ধাওয়ান, নতুন ইনিংসে কোন ভূমিকায় তিনি
৩৬ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবার শুরু করতে চলেছেন তাঁর জীবনের নতুন অধ্যায়। এই বাঁহাতি ব্যাটসম্যান এবার পদার্পণ করবেন বলিউডে। হুমা কুরেশির সঙ্গে ডাবল এক্সএল ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। সতরাম রমানি এই ছবিটির পরিচালনা করেছেন। আগামী মাসের ৪ তারিখ ছবিটি মুক্তি পেতে চলেছে।
ধাওয়ান এই ছবির বিষয়ে কথা বলতে গিয়ে জানান অভিনয়টা তাঁর স্বভাবজাত। সোশ্যাল মিডিয়ায় একাধিক রিলস বানিয়ে পোস্ট করেন তিনি।
ধাওয়ান আরও জানান যে তিনি যখন রি ছবি শ্যুটিংয়ের জন্য যান তিনি দারুন মজা করা কাজ করেছেন। তাঁকে নাচ শেখানো হলে সেটা দ্রুত শিখে ফেলেন। এবং সঠিক ভাবে সেটা করার চেষ্টা করেন। তিনি দর্শকদের উদ্দেশ্যে জানান যে এই ছবিটির মাধ্যমে সমাজকে একটি দারুন বার্তা দেওয়া হয়েছে। মানুষের চেহারা নিয়ে সমাজে নানান বদ্ধমূল ধারণা রয়েছে সেটাকে এই ছবি ভাঙার চেষ্টা করবে। একটা পজিটিভ মেসেজ পৌঁছে দেবে ডাবল এক্সএল। তাই এই ছবির অফার যখন তাঁর কাছে এসেছিল তিনি দারুন খুশি হয়েছিলেন বলেই জানান।
‘ যেহেতু আমি একজন ক্রীড়াবিদ তাই খেলার পাশাপাশি সময় পেলে ভালো সিনেমা দেখতেই পছন্দ করতাম। আর যখন ছবিতেই অভিনয় করার সুযোগ এল সেটা মন্দ লাগেনি। রোজ ৮-৯ ঘণ্টা শ্যুট করতাম।’ এই ছবিটি ধাওয়ানের অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করার জন্য একদম ঠিক বলেই অনেকে মনে করছেন। শিখর ধাওয়ান জানান যে এই ছবিতে তাঁর কাজ করতে বিশেষ অসুবিধা হয়নি কারণ পরিচালক থেকে তাঁর সহ অভিনেতা হুমা কুরেশি তাঁকে ভীষণই সাহায্য করেছে। হুমা কুরেশির বিষয়ে তিনি জানান যে হুমা একজন অত্যন্ত ভালো মানুষ। হাসিখুশি প্রানবন্ত একজন মেয়ে। হুমা তাঁকে স্বচ্ছন্দ্য বোধ করিয়ে অভিনয় করাতে সাহায্য করেছেন। সিনেমার শ্যুটিং শেষ হয়ে গিয়েছে যে বলাই বাহুল্য, আর কদিন পর ছবি মুক্তি পাবে। তবুও শিখর আর হুমার যে ভালো বন্ধুত্বের সম্পর্ক এখনও আছে সেটা এই বাঁহাতি ক্রিকেটার তথা নবাগত অভিনেতা জানাতে ভোলেন না।
ভবিষ্যতেও কি তবে শিখর ধাওয়ানকে অভিনয় করতে দেখা যাবে? এই বিষয়ে তিনি জানান যে নিশ্চয়, যদি তিনি অফার পান এবং তাঁর সময় থাকে তাহলে তিনি নিশ্চয় ছবিতে কাজ করবেন। যদিও সবটাই তাঁর শিডিউলের উপর নির্ভর করবে।
For all the latest entertainment News Click Here