বলিউডে কবে ডেবিউ করছে নাইসা? মেয়ের হয়ে মুখ খুললেন অজয় দেবগণ
বলিউডে একগুচ্ছ স্টার কিড শীঘ্রই ইন্ডস্ট্রিতে পথ চলার জন্য প্রস্তুত। সেই তালিকায় রয়েছে শাহরুখ খান কন্যা সুহানা খান, বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা, সঞ্জয় কাপুর কন্যা শানায়া কাপুর প্রমুখ। তেমনি অভিনেতা অজয় দেবগণ এবং কাজল প্রায়শই মেয়ে নাইসাকে নিয়ে এক প্রশ্নের মুখোমুখি হন। বাবা-মায়ের পদচিহ্ন অনুসরণ করে নাইসাও কি ইন্ডাস্ট্রিতে পা দেবে?
বছর ১৯-এর নাইসার ইন্ডাস্ট্রিতে ডেবিউর গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চাউর হয়েছে। মেয়ের সম্পর্কে কথা বলতে গিয়ে অজয় জানিয়েছেন, ‘ও এখনও কিশোরী। কেরিয়ারে কোন দিকে সে এগিয়ে যেতে চায়, আমাকে বা কাজলে কাউকেই বলেনি কিছু। বর্তমানে ও বিদেশে পড়াশোনা করছে। যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেয় সেইটা তাঁর পছন্দ। বাবা-মা হিসেবে আমরা সবসময় ওকে সমর্থন করব।’ আরও পড়ুন: ছেলের ‘আকিকা’ দিলেন রাজ-পরীমণি, একরত্তির ছবি শেয়ার করলেন পাতানো ‘মা’ চয়নিকা
‘রানওয়ে ৩৪’ অভিনেতা যোগ করেছেন, আগে থেকে জল্পনা করা অর্থহীন। তিনি বলেন, ‘আপনি যখন তাঁদের কাছে আসেন, তখন আপনি এই সেতুগুলি অতিক্রম করেন। আপনি কোনও দিন সম্পর্কে খুব তাড়াতাড়ি বা খুব দেরিতে আলোচনা করতে পারবেন না। এটা সম্পূর্ণ নাইসার সিদ্ধান্ত।’
অজয়ের ক্ষেত্রে, তাঁর বাবা-প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ চেয়েছিলেন ছেলে সিনেমায় কাজ করুক। অভিনেতা বলেন, ‘আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার বাবার। তিনি চেয়েছিলেন আমি একজন অভিনেতা হই। তাই আমি সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করেছি এবং আমি ঈশ্বরের কাছে, আমার ভক্তদের এবং আমার বাবা-মায়ের আশীর্বাদের কাছে কৃতজ্ঞ যে আমার ক্ষেত্রে জিনিসগুলি কাজে এসেছে।’ আরও পড়ুন: ‘গাঁটছড়া’য় খড়ির জেঠিমা এবার এই জনপ্রিয় খলনায়িকা, ছোট পর্দায় কামব্যাক সোনালির
তিনি আরও যোগ করেন, ‘আমার বাবা একজন স্ব-নির্মিত মানুষ ছিলেন। তিনি কিংবদন্তি ছিলেন। তিনি যেই জায়গায় পৌঁছেছিলেন, তারজন্য আমি তাঁকে কঠোর পরিশ্রম করতে দেখেছি। জীবনের শেষ অবধি, তিনি তার পেশা এবং তার সহকর্মীদের সম্মান করেছেন। তিনি একজন পারিবারিক মানুষ ছিলেন। আমাদের সেরাটা দিয়েছেন। আমি যদি তার পদাঙ্ক অনুসরণ করতে পারি, আমি খুশি হব। এটুকুই চাই ব্যাস।’
স্টার কিড হওয়ার দরুন নেটমাধ্যমে নাইসার জনপ্রিয়তা তুঙ্গে। বলা বাহুল্য, ইন্টারনেট সেন্সেশন তিনি। বর্তমানে সুইজারল্যান্ডের জিলায়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনে ইন্টারন্যাশনাল হসপিটালিটি নিয়ে পড়াশোনা করছেন তিনি।
For all the latest entertainment News Click Here