বলিউডের ছবিতে কী দেখতে পাচ্ছেন হনসল? ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে কী বললেন তিনি
হনসল মেহতা বলিউড নিয়ে কী ভাবছেন সেটা এবার প্রকাশ্যে আনলেন। তিনি জানালেন সম্প্রতি যে হিন্দি ছবিগুলো মুক্তি পেয়েছে সেগুলো যে বক্স অফিসে ভালো ফল করছে, দর্শকদের থেকে সাড়া পাচ্ছে এটা তাঁর বেশ ভালো লাগছে। বলিউড ঘুরে দাঁড়াচ্ছে বলেই তিনি বিশ্বাস করছেন। যদিও চলতি বছর বেশ কয়েকটি হিন্দি ছবি একদমই বক্স অফিসে চলতে পারেনি, কিছু ছবি তো সোজাসুজি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। স্ক্যাম ১৯৯২ ছবির বিখ্যাত পরিচালক বলেন দর্শকরা এখন আবার সমস্ত ছবির প্রসংশা করছেন।
হনসল মেহতা টুইট করে লেখেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির সময়টা এখন বেশ ভালো যাচ্ছে। মনিকা ও মাই ডার্লিং, দৃশ্যম ২, উঁচাই, ভেড়িয়া, ফ্রেডি, অ্যান অ্যাকশন হিরো, কলার মতো ছবি মুক্তি পাচ্ছে। কিছু ছবি বক্স অফিসে হিট করছে কিছু করতে পারছে না। কিন্তু যাই হোক সব ছবিই দর্শকদের থেকে প্রশংসা পাচ্ছে। প্রতিটা ছবি যে অত্যন্ত প্যাশনের সঙ্গে বানানো হচ্ছে সেটা স্পষ্ট। তাই ওই সবাই যেটা বলে, অল ইজ ওয়েল।’
হসল মেহতার এই পোস্টে একজন কমেন্ট করে লেখেন, ‘বলিউড দুনিয়ার অন্যতম বড়, পুরনো এবং সমৃদ্ধশালী সিনেমা । গোটা দক্ষিণ ভারতের ছবি মেলালেও বলিউডের ২৫ শতাংশ হবে না। একমাত্র হলিউড এগিয়ে আছে বলিউডের থেকে। যদিও সেটাও ৫০ বছরের মধ্যে বদলে যাবে।’ আরেকজন লেখেন, ‘বলিউড ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।’
একাধিক হিন্দি ছবি এবার তেমন বক্স অফিসে চলেইনি। প্রেক্ষাগৃহে আসতে না আসতেই দুর্বল পারফরমেন্সের জন্য চলে গিয়েছে। কিছু কিছু ছবির ক্ষেত্রে তো বয়কটের ডাক উঠেছিল। সম্প্রতি যে ছবিগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে ‘দৃশ্যম ২’ ছবিটি একমাত্র ২০০ কোটির দিকে এগোচ্ছে। অমিতাভ বচ্চনের ‘উঁচাই’ ছবিটি মোটামুটি ব্যবসা করেছে বক্স অফিসে। বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ও ব্যবসার নিরিখে ধীরে ধীরে উন্নতি করছে। প্রথম সপ্তাহে ছবিটি ৪২ কোটি টাকা রোজগার করেছিল।
অন্যদিকে ওটিটিতে মুক্তি পেয়েছে বাবিল খান অভিনীত ‘কলা’, হুমা কুরেশি, রাজকুমার রাও, রাধিকা আপ্তে অভিনীত ‘ও, মাই ডার্লিং’। এই দুটো ছবিই দর্শকদের থেকে ভালো সাড়া পেয়েছে। তাঁরা প্রসংশা করেছে ছবি দুটির। আয়ুষ্মান খুরানার ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’ সদ্যই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ধীরে ধীরে ব্যবসা করছে এই ছবি। মোটামুটি ভালো রিভিউ মিলছে এই ছবির ক্ষেত্রে।
এর আগেও হনসল মেহতা অ্যান্টি বলিউড সেন্টিমেন্ট নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন গোটা বিষয়টাই ভীষণ বিরক্তিকর। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে ধরনের জিনিস লেখা হচ্ছে সেগুলোর কিছু কিছু ভীষণ বিরক্তিকর। আমার মনে হয় এই গোটা বিষয়টাই তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য। ইচ্ছা করে তৈরি করা হয়েছে এটাকে। কিন্তু যেটা করতে চাওয়া হচ্ছে সেটার ফল উল্টো হচ্ছে। এই ভয়টার কারণে আমরা আরও ভালো গল্প বলতে চাইছি। নিজেদের উন্নতি করতে চাইছি। এই সময়টা সাময়িক, ঠিক কেটে যাবে একদিন।’
হনসল মেহতার পরবর্তী ছবিতে করিনা কাপুরকে দেখা যেতে চলেছে। যদিও ছবির নাম কী হবে সেটা জানা যায়নি।
For all the latest entertainment News Click Here