‘বলিউডের কেউ খোঁজ নেয়নি’, মণিপুরের হিংসা নিয়ে মুখ খুললেন মেরি কম খ্যাত অভিনেতা
অশান্ত হয়ে আছে মণিপুর। ছড়িয়ে পড়ছে হিংসার ঘটনা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন ‘মেরি কম’ ছবি খ্যাত অভিনেতা বিজৌ থাংযাম। তিনি বলিউডের বিরুদ্ধে এক প্রকার তোপ দাগলেন। বললেন বলিউডের এই নীরবতা বড়ই বিরক্তকর। যদিও এটাই প্রথমবার নয় যখন মণিপুরের কোনও ঘটনা নিয়ে তেমন কোনও তাপ উত্তাপ দেখা যায়নি বাকি দেশে।
বিজৌ থাংযামকে ‘মেরি কম’ এবং ‘লাকাদবাগঘা’ ছবিতে দেখা গিয়েছিল। তিনি বিষয়ে মুখ খুললেন সম্প্রতি। বললেন, ‘এর আগেও অনেকবার আমাদের রাজ্যের এবং রাজের বাসিন্দাদের সাপোর্ট দরকার ছিল। কিন্তু বলিউডের কেউই তখনও এগিয়ে আসেনি। এবারও এল না। যতবার আমরা মনে করেছি যে জিনিসগুলো এবার বদল ঘটবে ততবার নিরাশ হয়েছি। যতক্ষণ না সোশ্যাল মিডিয়া বা মিডিয়া বাধ্য করছে, জিনিসটা নিয়ে হইচই ফেলছে তখন কেউ কিছুই বলেন না।’
তিনি এই প্রসঙ্গে আরও বলেন, ‘দেখতে দেখতে ৪০ দিন হয়ে গেল আমাদের এখানে যে এমন অশান্ত পরিস্থিতি হয়ে আছে তার। ওঁরা যদি কিছু করতে চাইতেন এতদিনে করে ফেলতেন। এখন যদি তাঁরা কথা বলেন বলার পর, বা এতদিন পর সেটা অর্থহীন।’
গত ১৭ জুন বিজৌ থাংযাম আরেক মণিপুরী অভিনেতা লিন লাইস্রামকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করেন যাতে সবার নজর মণিপুরের এই অশান্ত পরিস্থিতির উপর পড়ে। তিনি নিয়মিত ভাবে ইনস্টাগ্রামে প্রতিবাদ করে চলেছেন।
তিনি বলিউডের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে বলেন, ‘বিষয়টা নিয়ে কথা বলা তো ছেড়ে দিন ওঁরা কেউ ব্যক্তিগত ভাবে ফোন বা মেসেজ করে পর্যন্ত কথা বলার, খোঁজ নেওয়ার প্রয়োজনবোধ করেননি। দু তিনজন ছাড়া বাকিরা সবাই আমার স্টোরি দেখছে কিন্তু সাড়া দিচ্ছে না।’
বর্তমানে তিনি বেঙ্গালুরুতে কাজের জন্য আটকে আছেন। তবে মণিপুর তাঁর গোটা পরিবার আছে। তাঁর মা আর বোন পীড়িতদের পাশে থাকার চেষ্টা করছেন। তিনি এই প্রসঙ্গে জানান, ‘আমার বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি বড় হাসপাতাল আছে। সেখানে রোজ রোজ মৃতদেহ, আহতদের নিয়ে আসা হচ্ছে। আমার মা বোন রোজ রাতে জেগে ওদের সঙ্গে কাজ করছেন।’
For all the latest entertainment News Click Here