বলিউডের অন্দরেই রমরমিয়ে দেহব্যবসা! গ্রেফতার অভিনেত্রী আরতি মিত্তল
ফের আলোচনায় বলিউডের অন্ধকার দিক! মুম্বই ক্রাইম ব্রাঞ্চ পর্দাফাঁস করল ইন্ডাস্ট্রির অন্দরে রমরমিয়ে চলা দেহব্যবসার। পুলিশের তরফে জানানো হয়েছে, এই দেহব্যবসা চক্রের হর্তাকর্তা কাস্টিং ডিরেক্টর তথা অভিনেত্রী আরতি মিত্তল (Aarti Mittal)। গোরেগাঁও থেকে দুই মডলেকে উদ্ধার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ১১ নম্বর ইউনিট, তাঁদের পাঠানো হয়েছে রিহ্যাব সেন্টারে। অন্যদিকে আপতত পুলিশ হেফাজতে আরতি।
ছবিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে উঠতি মডেলদের দেহব্যাবসায় নামানোর অভিযোগ আরতি মিত্তলের বিরুদ্ধে। পুলিশকে দুই মডেল জানিয়েছে, ১৫,০০০ টাকা দেওয়ার কথা জানিয়েছিল আরতি। কাস্টিং কোম্পানির আড়ালে এই চক্রের পর্দা ফাঁস করতে রীতিমতো ফিল্মি স্টাইলে অভিযান চালায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। গ্রাহক সাজিয়ে হোটেল রুমে হাজির হন ক্রাইম ব্রাঞ্চ অফিসাররা, এরপরই এই দেহব্যবসা চক্রের পর্দাফাঁস হয়। জানা গিয়েছে, পুলিশ ইন্সপেক্টর মনোজ সুতারের কাছে এই ব়্যাকেটের খবর প্রথম হাতে আসে।
এরপর টিমের সঙ্গে গোপন অপারেশনের ছক কষেন তিনি। ভুয়ো গ্রাহক সেজে মিত্তলকে ফোন করেন এবং দুই বন্ধুর জন্য দু’জন মেয়ের বন্দোবস্ত করে দিতে বলেন। প্রস্তাবে সম্মতি জানিয়ে ষাট হাজার টাকা ডিম্যান্ড করেন আরতি। মডেলদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ছলে-বলে-কৌশলে উঠতি মডেলদের দেবব্যবসার নামার প্রলোভন দেখাতেন আরতি, পর্দাফাঁস হতেই পুলিশ গ্রেফতার করেন অভিযুক্ত আরতি মিত্তলকে।
শুধু কাস্টিং ডিরেক্টরই নয়, অভিনেত্রী হিসাবেও কাজ করেছেন আরতি। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ আরতি। ‘আপনাপন’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন, এই সিরিয়ালের লিডিং লেডি ছিলেন রাজশ্রী ঠাকুর। ‘পরশুরাম’-এর মতো ধর্মীয় সিরিয়ালেও কাজ করেছেন আরতি। দিন কয়েক আগেই আর মাধবনের সঙ্গে ছবিতে অভিনয়ের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিযুক্ত আরতি মিত্তল।
For all the latest entertainment News Click Here