বলতেই হবে ‘যুগ যুগ জিও’! ১০ দিনেই ১০০ কোটির ক্লাবে নাম লেখালো বরুণ-কিয়ারার ছবি
বক্স অফিসের রিপোর্ট কার্ড বলছে বরুণ-কিয়ারার ‘যুগ যুগ জিও’ দারুণ হিট। পরিচালর রাজ মেহতার এই ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার করে ফেলল অচিরেই। গত ২৪শে জুন মুক্তি পেয়েছিল এই ছবি, আর রবিবার ইনস্টাগ্রামে ছবির সাফল্যের এই নিউজ ভাগ করে নিলেন প্রযোজক করণ জোহর এবং বরুণ ধাওয়ান, কিয়ারা আডবানিরা।
ইনস্টাগ্রামে বরুণ লেখেন, ‘বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি হয়ে গেছে। সকলকে ধন্যবাদ জানানোর শেষ নেই’। গর্বে বুক ফুলছে প্রযোজক করণ জোহরেরও। রবিবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, মহানগর গুলিতে যুগ যুগ জিও-র পারফরম্যান্স দুর্দান্ত। শনিবার ছুটির দিনে টিকিট বিক্রি বেড়েছে প্রায় ৫৭%, দ্বিতীয় পরিবার ৬৫ কোটির (দেশের বক্স অফিসে) গণ্ডি পার করবে এই ছবি।
আন্তর্জাতিক বক্স অফিসেও ভালো ফল করেছে এই ছবি। অস্ট্রেলিয়া, ব্রিটিশ যুক্তরাজ্য এবং নর্থ আমেকিরায় এই ছবির পারফরম্যান্স দুর্দান্ত। বিশ্বব্যাপী বক্স অফিস মেলালে এই ছবি ইতিমধ্যেই ১০০ কোটি টাকার ক্লাবে পৌঁছে গিয়েছে।
ভুল ভুলাইয়া ২-এর পর ‘যুগ যুগ জিও’ হাত ধরে মেনস্ট্রিম বলিউড ছবি লাভের মুখ দেখছে। সম্প্রতি ‘জয়েশভাই জোরদার’, ‘ধাকড়’, ‘ সম্রাট পৃথ্বীরাজ’-এর মতো ছবি মুখ থুবড়ে পড়েছে বলিউডে। সেই জায়গা দখল করেছে দক্ষিণী ছবি। ‘পুষ্পা’, ‘আরআরআর’,’কেজিএফ ২’এর ব্যাপক সাফল্যে চিন্তা ভাঁজ পড়েছে বলি প্রযোজকদের কপালে। ‘ভুল ভুলাইয়া ২’,’যুগ যুগ জিও’র সাফল্য কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে বি-টাউনকে।
বরুণ-কিয়ারা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নীতু কাপুর, অনিল কাপুররা।
For all the latest entertainment News Click Here