‘বর কী করে দাদা হয়?’ লক্ষ্মী কাকিমার জবাব শুনে হাঁ রচনা, দেখুন ‘দেবুদা’র হাল!
গত রবিবার রাতে দিদি নম্বর ১-এর মঞ্চ ছিল একটু বেশিই স্পেশ্যাল। কারণ এইদিন ‘দিদি’র মঞ্চে হাজির হয়েছিলেন ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা আঢ্য। ভাঙা বাড়িতে অতিকষ্টে দিন কাটছে লক্ষ্মী কাকিমার। তাই প্রেসার কুকার জেতবার স্বপ্ন নিয়ে এই রিয়ালিটি শো-এর মঞ্চে হাজির হয়েছে লক্ষ্মী। এদিন লক্ষ্মীর সাপোর্টে হাজির ছিল তাঁর পরিবার।
রচনার সঙ্গে মঞ্চ জমিয়ে দিল লক্ষ্মী। এদিন শুরুতেই লক্ষ্মীর কাছে মজাদার প্রশ্ন রাখেন রচনা। তিনি জানতে চান, ‘আচ্ছা লক্ষ্মী, দেবুদা-র ব্য়াপারটা আমি ঠিক বুঝি না… বর কী করে দাদা হয়?’ একগাল হাসি নিয়ে লক্ষ্মী বলে, ‘আমার ৩০ বছর বিয়ে হয়ে গেছে তো… এতকাল বিয়ে হলে তো বর-বউ মানে ভাই-বোনই হল। আমি তো মাঝেমধ্যে অ্যাঙ্কেল বলেও ডাকি’। লক্ষ্মী কাকিমার জবাব শুনে ক্লিনবোল্ড রচনা। ওদিকে দর্শকাসনে বসেই বউয়ের কথা শুনে হেসে ফেলেন দেবুদা ওরফে দেব শঙ্কর হালদার।
শাশুড়ি বাড়ি থেকে বার করে দেওয়ায় কষ্টে ভুগছেন লক্ষ্মী। তবুও দিদির সামনে শাশুড়ির নিন্দা করলেন না লক্ষ্মী। বরং বললেন, ‘আমরা জয়েন্ট ফ্যামিলি। আমরা একসঙ্গে আছি, আর ভবিষ্যতেও থাকব’।
তবে এখানে শুধু লক্ষ্মী স্বামীকে দাদা বলে সম্বোধন করে না। লক্ষ্মীর বউমা হাঁস (হংসিনী) শাশুড়িকে লক্ষ্মীদি বলে ডাকে! রচনার জন্য ঘুগনি নিয়ে হাজির হয়েছিল লক্ষ্মী কাকিমা, লক্ষ্য নিজের ‘চলমান লক্ষ্মী ভান্ডার’-এর প্রচার।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো রীতিমতো ভাইরাল। যদিও লক্ষ্মী কাকিমার এই সারল্যকে অনেকেই ন্যাকামি বলেও কটাক্ষ করেছেন। কেউ আবার লিখেছেন, ‘রিয়ালিটি শো যদি স্ক্রিপ্টেড হয় তবে কী লাভ?’ লক্ষ্মী কাকিমা-র সঙ্গে দিদি নম্বর ১-এর এই মেলবন্ধনে খুশি নয় নেটপাড়ার একাংশ।
For all the latest entertainment News Click Here