বর আনতে গেলে শিবানির বোন, বিয়ে করতে খাণ্ডালার ফার্মহাউজে রওয়ানা দিলেন ফারহান
বিয়ে নিয়ে বলিউডে লুকোছাপা নতুন নয়। হাজার চেষ্টা করেও বিয়ের সঠিক তারিখ জানতে পারা যায় না কখনও কখনও। টিনসেল টাউনের খবর বলছে ১৯ ফেব্রুয়ারি শনিবার বিয়ে ফারহান আখতার আর শিবানি দান্ডেকরের। অভিনেতার খাণ্ডালার ফার্মহাউজেই বসবে বিয়ের আসর।
শুক্রবার বিকেলে শিবানির বোন অনুষাকে দেখা গেল ফারহানের বাড়ির নীচে। গাড়ির পিছনের সিটে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হাতও নাড়লেন তিনি। বের হতে দেখা গেল ফারহান আখতারের গাড়িও তাঁর বাড়ি থেকে। ড্রাইভারের সিটের পাশেই বসে ছিলেন তিনি। ফার্মহাউজে রওয়ানা দিলেন অভিনেতা। জানা যাচ্ছে, আজ সংগীত হওয়ার কথা রয়েছে।
হবু বউয়ের জন্য আজকের পার্টিতে স্পেশ্যাল পারফর্ম করবেন ‘ভাগ মিলখা ভাগ’ অভিনেতা। শিবানির গার্ল গ্যাং-ও পুরো তৈরি ছেলের বাড়ির লোকেদের টক্কর দিতে। থাকছেন সুশান্তের প্রেমিকা ও শিবানির সবচেয়ে কাছের বন্ধু রিয়া চক্রবর্তীও।
তবে, বিয়ের সব তথ্য মিডিয়ার কাছ থেকে গোপন রাখারই চেষ্টা করেছেন দুই পরিবার। যদিও ফারহানের মা হানি ইরানি হবু বউমা শিবানি সম্পর্কে প্রশংসাই করেছেন মিডিয়ার কাছে। জানিয়েছেন, প্রায় প্রতিদিনই ফোনে কথা হয় তাঁদের। জাভেদও শিবানির প্রশংসায় বলেছিলেন, ‘খুব মিষ্টি মেয়ে শিবানি’। এখন শুধু দু’জনকে বর-কনের সাজে দেখার অপেক্ষা! তবে বিয়ের গোপন খবর জানানি তিনি। শুধু বলেছিলেন, ‘হ্যাঁ, ফারহান-শিবানি বিয়ে করছে। বাদবাকি বিয়ের যাবতীয় খবর আছে ওয়েডিং প্ল্যানারের কাছে।’
For all the latest entertainment News Click Here