বর্ষীয়ান নাসিরুদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য! কতটা স্বচ্ছন্দ ছিলেন? সন্ধ্যা বলেন…
মুঘল সম্রাট আকবরের ভূমিকায় নাসিরুদ্দিন শাহ। তাঁর বিপরীতে যোধা বাই-এর ভূমিকায় ধরা দিচ্ছেন সন্ধ্যা মৃদুল। সৌজন্যে, Zee5-এর ওয়েব সিরিজ ডিভাইডেড বাই ব্লাড। সিরিজে আকবর-যোধা স্বামী-স্ত্রী হলেও বাস্তবে কিন্তু নাসিরুদ্দিন শাহর থেকে সন্ধ্যা মৃদুল প্রায় ২৫ বছরের ছোট। বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর বয়স যেখানে ৭২-এ গিয়ে ঠেকেছে, সেখানে সন্ধ্যা মৃদুল ৪৭ বছরের একজন মহিলা। বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর স্ত্রী হয়ে অভিনয় করতে কতটা স্বচ্ছন্দ্য ছিলেন সন্ধ্যা? সম্প্রতি সেবিষয়েই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী।
আকবর ও যোধার সম্পর্ক নিয়ে সন্ধ্যা বলেন, ‘আকবর ও যোধার একটি সুন্দর বন্ধুত্ব রয়েছে, তাঁদের দুজনের মধ্যে উষ্ণতা রয়েছে। আকবরের যেমন যোধাকে ভালোবাসে, তেমনই ওরা আবার বন্ধুও। আকবর যোধার কাছ থেকে অনেক বিষয়েই কিছু পরামর্শ চান। ওদের সম্পর্কের মধ্যে কামুকতা আছে আবার স্নেহও রয়েছে। আমি বলতে পারি, দর্শকরা ওদের মধ্যে সম্পর্কের একটি খুব সুন্দর সমীকরণ দেখতে পাবেন। নাসির স্যারের সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা হয়নি, আমি স্বচ্ছন্দ্যে কাজ করেছি।’
সন্ধ্যা বলেন, ‘আমি যখন নাসির স্যারের সামনে যেতাম, তখন উনি রসিকতা করে বলতেন, ওহ মাই গড! এই মেয়েটিকে দেখে তো অনেক অল্পবয়য়ী মনে হচ্ছে। অনেক ছোট, সন্ধ্যা মৃদুল তোমার কি কখনো বয়স বাড়ে না? সৃষ্টিকর্তাকে ধন্যবাদ! এই মেয়ের সঙ্গে আমার খুব বেশি রোমান্টিক দৃশ্য নেই। উনি আমাকেপছন্দ করতেন কিন্তু সবসময় রসিকতা করতেন। নাসির স্যারের রসবোধ দুর্দান্ত এবং আমিও মজা করতাম। তাই দৃশ্যের সময় কিছুটা অস্বস্তি থাকলেও ওর রসিকতায় সেটা কেটে যেত। মজা করে নাসির স্যার বলতেন, ওর চুল সাদা রঙ করা উচিত ছিল, নাহলে ওকে দেখা মনে হচ্ছে আমাপ মেয়ের ভূমিকায় অভিনয় করলে ভালো হত। ওঁর এমন কথায় আমরা সবাই হাসতাম। তাই কোনও অস্বস্তি ছিল না। উনি সহ-অভিনেতা যাতে স্বচ্ছন্দ বোধ করেন, সেই পরিস্থিতি তৈরি করে দিতেন।
এর আগে সন্ধ্যা মৃদুকে আলি আব্বাস জাফরের পরিচালনায় ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এ দেখা গিয়েছিলJ যেখানে সাইফ আলি খান এবং ডিম্পল কাপাডিয়া অভিনয় করেন।
Taj: Divided by Blood সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আকবর এবং মুঘল সিংহাসনের জন্য আকবরের সন্তানদের রক্তাক্ত যুদ্ধকে ঘিরে ওয়েবসিরিজটি আবর্তিত হবে। এটি একটি ১০ পার্টে দেখানো হবে। ৩ মার্চ থেকে ZEE5 সম্প্রচারিত হবে এই ওয়েব সিরিজ।
For all the latest entertainment News Click Here