বর্ষামুখর দিনেই নতুন পথচলা শুরু যশ-নুসরতের, শুটিং চালু মেন্টালের
বাংলা জুড়ে এখন কেবলই নতুন নতুন বাংলা ছবির খবর। কোনটা ছেড়ে যে কোনটা বলি! ২০ জুলাই একদিকে যেমন সৃজিত মুখোপাধ্যায় তাঁর নতুন দশম অবতারের লোগো লঞ্চ করলেন। তেমনই এদিন পথিকৃৎ বসুর ‘দাবাড়ু’ ছবিটির শুটিং শুরু হল। বাদ গেল না যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের নতুন ছবি ‘মেন্টাল’। এই ছবিটি এই তারকা জুটির প্রযোজনা সংস্থার প্রথম ছবি হতে চলেছে। সেটার শুটিংও বৃহস্পতিবার থেকে শুরু হল।
কিছুদিন আগেই নিজেদের প্রযোজনা সংস্থার কথা ঘোষণা করেন নুসরত এবং যশ। শুধু প্রযোজনা সংস্থার সুখবর নয়, একই সঙ্গে জানিয়েছিলেন এই সংস্থার তরফে যে ছবি ছবিটি আসছে সেটার কথাও। প্রকাশ্যে এনেছিলেন পোস্টার।
এই ছবির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আপডেট দেন অভিনেত্রী। তিনি তাঁর বেটার হাফ তথা সহ অভিনেতা যশের ফার্স্ট লুক শেয়ার করে মেন্টাল ছবিটির বিষয়ে লিখেছিলেন, ‘স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দ্য ডেভিল, হি ইজ মেন্টাল।’ সেই ছবিতে যশকে পুলিশের পোশাকে দেখা গিয়েছিল। সঙ্গে চোখে ছিল রোদ চশমা। এক ঝলক দেখে ‘দাবাং’ ছবির সলমন বলেও ভুল করতে পারেন। কিন্তু এখানে তাঁর চরিত্র যে মোটেই চুলবুল পাণ্ডের মতো হবে না সেটা বেশ স্পষ্ট।
এটা আবারও একটি বাণিজ্যিক ছবি হতে চলেছে। যশ জানিয়েছেন তিনি অন্যধারার ছবির বদলে বাণিজ্যিক ছবি করতেই স্বচ্ছন্দ। তাই তাঁর পরবর্তী ছবি তথা তাঁদের প্রযোজনা সংস্থার প্রথম ছবিটিও একটি বাণিজ্যিক ছবি হতে চলেছে।
প্রথম দিনের শুটিংয়ের একটি ভিডিয়ো এদিন নুসরত শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, ‘লাইটস, ক্যামেরা, মেন্টাল। শুটিং শুরু। মেন্টাল পাগলামির জন্য তৈরি হয়ে যান।’ সেখানে তাঁকে এবং যশকে হাতে হাত রেখে ফ্লোরে আসতে দেখা যায়। প্রসঙ্গত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সায়ন্তনী গুপ্তকে। তিনি এখন মূলত বলিউডেই কাজ করছেন। তবে যশ, নুসরতের পাশাপাশি তিনিও এই ছবির একটি ইম্পর্ট্যান্ট পার্ট।
For all the latest entertainment News Click Here