বর্ডারের একাদশে জায়গা পেলেন না টড মার্ফি
শুক্রবার থেকে দিল্লিতে শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার টড মার্ফিকে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার কথা বললেন প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার। তাঁর প্রথম একাদশ থেকে বাদ পড়লেন এই স্পিনার।
১৫৬টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন এই ক্রিকেটার ভারত-অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে বাদ পড়া ট্রেভিস হেডকে মার্ফির জায়গায় দলে নিয়েছেন। নাগপুর টেস্টে হেডের অনুপস্থিতির ফলে অস্ট্রেলিয়া টিম নির্বাচন নিয়ে বিতর্ক শুরু হয়। কারণ গত দুই হোম সিরিজে অস্ট্রেলিয়ার ধারাবাহিকভাবে অন্যতম সফল ব্যাটার তিনি।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বর্ডার বলেন, ‘ট্রেভিস হেডকে প্রথম টেস্টে কেন নেওয়া হল না আমি জানি না। আমার মনে হয় প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া টিম প্রথম একাদশ নির্বাচনে বড় ভুল করেছে। বিগত ভারত ও অস্ট্রেলিয়া সফরে ওর ভালো পারফরম্যান্স না করার উপর নির্ভর করে দল থেকে বাদ দেওয়া যুক্তিযুক্ত হয়নি। হেড ক্রমশ উন্নতি করছে। ঘরের মাঠে ও তার প্রমাণ দিয়েছে।’
ম্যাট রেনশ প্রথম ম্যাচে খেলেছেন। নাগপুরে সেই ভাবে রান করতে পারেনি তিনি। অন্যদিকে টড মার্ফি প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার। দশ উইকেটের মধ্যে সাতটি উইকেট তুলে নেন তিনি।
বর্ডার ভারতের মাটিতে অস্ট্রেলিয়া দলকে বেশি সংখ্যক পেসার খেলানোর পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার প্রধান শক্তি অর্থাৎ পেস বোলিংকে অস্ত্র করে মাঠে নামা উচিত। তিনি বলেন, ‘আমরা যে পিচের সাহায্যে ঘুরে দাঁড়াতে পারি, সেই দিকেই লক্ষ্য রাখা উচিত। দুজন স্পিনার খেলানো যথেষ্ট হবে। আমি বিষয়গুলিকে একটু অন্যরকম ভাবে দেখি। আমাদের প্রধান শক্তি পেস। সেই পেস বোলিংকে অস্ত্র হিসাবে ব্যবহার করা উচিত।’ তিনি আরও যোগ করেন, ‘পেস বোলিংকে হাতিয়ার করেই আমরা আগে ভারতের মাটিতে সাফল্য পেয়েছি। ফাস্ট বোলাররা আমাদের জন্য সত্যিই ভাল করেছে। ২০ উইকেট তুলতে পেরেছে।’
For all the latest Sports News Click Here