বরের সঙ্গে মহানন্দে কাটছে সময়, হাওয়াই থেকে ফিরে LA-তে রুশা-অনুরণ, সঙ্গে কারা?
চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন টলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। ১৯ জানুয়ারি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ রায়চৌধুরীর সঙ্গে শুধু ধুমধাম করে বিয়েটাই করলেন তা নয়, সংসার করতে পাড়ি জমান বিদেশে। দীর্ঘ ১৩ বছরের কেরিয়ার ছেড়ে রুশার বিদেশ পাড়ি দেওয়ার খবরে মন খারাপ হয়েছিল তাঁর অনেক ভক্তেরই। তাই তো, চাতক পাখির মতো অপেক্ষায় থাকে কবে সামাজিক মাধ্যমে নতুন একটি পোস্টে ধরা দেবেন তাঁদের স্বপ্ন সুন্দরী। এবার শুধু বর নয়, সেখানকার বন্ধুদের সঙ্গেও নিজের অনুরাগীদের দেখা করালেন রুশা।
তাঁদের বিয়ের ছবি নিয়ে কম বিতর্ক হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়তেই একাংশ কটাক্ষ করতে থাকে রুশার ‘বেঁটে বর’ নিয়ে। বিয়ে-রিসেপশনের ছবিতে চলে ট্রোলের বন্যা। তবে সেসবে থোরাই কেয়ার করেন রুশা! ভালোবেসেছেন যে তিনি অনুরণকে। সেখানে বাহ্যিক সৌন্দর্যের থেকে মনের টানটাই সবচেয়ে বড়।
১৯ জানুয়ারি সামাজিক বিয়ে হলেও, আইনি বিয়েটা হয়েছিল জুন মাসে। দিনকয়ের আগে রেজিস্ট্রি ম্যারেজের এক বছরের বর্ষপূর্তী পালন করলেন তাঁরা। ঘুরতে চলে গিয়েছিলেন হাওয়াই দ্বীপপুঞ্জে। হাওয়াই-এর কুয়ালোয়া ব়্যাঞ্চের জুরাসিক ভ্যালি থেকে বেশ কিছু ছবিও শেয়ার করে নেন।
মাইক্রোসফটে চাকরি করেন রুশার বর। সেই সূত্রেই দুজনে এখন রয়েছেন সিয়াটেলে। সিয়াটেলেই রয়েছে মাইক্রোসফটের হেড কোয়াটার। এবার দেখা গেল, হাওয়াই ট্রিপ থেকে ফিরে সেখানকার বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে গেলেন লস অ্যাঞ্জেলসে। গোটা গ্যাংয়ের ছবি শেয়ার করে রুশা লিখলেন, ‘বন্ধুরা লস অ্যাঞ্জেলসে।’ ইনস্টাস্টোরিতে ক্যালিফোর্নিয়ার এই শহরের বিখ্যাত এক রেস্তোরাঁর তিনটি ছবিও শেয়ার করে নিয়েছেন।
সাত সমুদ্র তেরো নদীর পারে চুটিয়ে সংসার করছেন টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়৷ তবে তাঁর ভক্তরা যে তাঁকে বড্ড মিস করছেন তা কমেন্ট সেকশনে চোখ রাখলেই স্পষ্ট। একজন কমেন্টে লিখলেন, ‘অনেক মিস করি রুশা আপু আপনাকে।’ তো কেউ লেখেন, ‘এবার তুমি কলকাতায় ফিরে এসে সিরিয়াল শুরু করো। অনেকদিন বরের কাছে থাকলে। আর ভালো লাগছে না তোমাকে ছাড়া।’
২০০৯ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’-র হাত ধরে রুশার অভিনয়ে পা রাখা। নায়িকা ললিতার বোনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এরপর ২০১৩-তে ‘তোমায় আমায় মিলে’-তে লিড রোলে দেখা যায়। খুব সাফল্য পেয়েছিল এই ধারাবাহিক। তারপর আর মুখ্য চরিত্রে দেখা না মিললেও পার্শ্ব চরিত্র দিয়েই দর্শক মনে জায়গা করে নিয়েছেন। দেখা মিলেছে ‘শ্রীময়ী’, ‘মহাপীঠ তারাপীঠ’ কিংবা ‘খেলাঘর’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে এখন তাঁর মন কাজ থেকে দূরে। নতুন জীবনকেই সময় দিতে চান। বিয়ের আগে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ইন্ডাস্ট্রিতে ১৩ বছর হয়ে গেল। এবার সব ছেড়ে বিদেশে যাওয়ার পালা। নতুন দেশে নতুনভাবে জীবনটা শুরু করতে চাই’।
For all the latest entertainment News Click Here