বরের সঙ্গে ‘বদ্তমিজ দিল’-এ জমিয়ে নাচ রুশার, আমেরিকায় কেমন কাটছে দাম্পত্য?
দীর্ঘ ১৩ বছরের অভিনয় কেরিয়ারে ইতি টেনে রুশা এখন ঘোর সংসারী। সাত সমুদ্র তেরো নদী পারে নিজের মনের মানুষের সঙ্গে সুখী গৃহকোণ তাঁর। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলে থাকেন রুশা, তাঁর স্বামী অনুরণ সেখানেই কর্মরত। বিয়ের পর নিজের দাম্পত্য জীবনের টুকরো ঝলক মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় তুলে ধরেন রুশা। দু-দিন আগেই বিয়ে নিয়ে বড় সিক্রেটও ফাঁস করেছিলেন অভিনেত্রী, জানিয়েছিলেন গত বছর জুনেই চুপিসাড়ে বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন তিনি। হ্যাঁ, খাতায়-কলমে গত জুনেই মিস থেকে মিসেস হয়ে গিয়েছিলেন রুশা।
এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে রুশা ও অনুরণের নাচের একটি ভিডিয়ো। সেখানে পরিবারের মানুষজনদের সঙ্গে ‘বদ্তমিজ দিল’-এর তালে জমিয়ে নাচছে জুটি। প্রাক-বিয়ের অনুষ্ঠানের এই সুন্দর মুহূর্ত এখন ভাইরাল সোশ্যালে। ভিডিয়োয় সাদা রঙা লেহেঙ্গা-চোলিতে দেখা মিলল রুশার। সঙ্গে হীরের দুল, খোলা চুলে দ্যুতি ছড়াচ্ছেন ‘তোমায় আমায় মিলে’র নায়িকা।
রুশার পাশে অনুরণকে পাওয়া গেল কালো রঙা ফুল স্লিভস টি-শার্ট, প্য়ান্ট আর ব্লেজারে। স্বামী-স্ত্রীর ঠুমকায় জমে উঠেছিল সঙ্গীতের আসর। এতদিনে প্রকাশ্যে এল সেই ভিডিয়ো। বাবা-মা, ভাই সকলের সঙ্গেই চুটিয়ে নাচলেন রুশা।
গত ১৯শে জানুয়ারি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণের সঙ্গে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছিলেন রুশা। নায়িকার বরের পরিচয় প্রকাশ্যে আসবার পর থেকেই ট্রোলিংয়ের মুখে পড়েছেন অভিনেত্রী। রুশার ‘বেঁটে বর’ অনুরণকে (Anuran Roychowdhury) অনেকেই আক্রমণ করেছেন, কিন্তু বিতর্ককে থোড়াই কেয়ার! ভালোবাসার মানুষের সঙ্গে সুখে সংসার করছেন তিনি, তার ঝলক মেলে রুশার সোশ্যাল মিডিয়ায় পাতায় চোখ রাখলেই।
গত ১১ই জুন ছিল রুশা-অনুরণের আইনি বিয়ের এক বছর পূর্তি। সিয়াটেলে বসেই সারলেন উদযাপন। পাশাপাশি রাখা বিয়ার আর ওয়াইনের গ্লাস, সঙ্গে ডিনার টেবিলে সাজানো অসংখ্য ইতালীয় পদ। এইভাবেই প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করলেন রুশা-অনুরণ। সেই ঝলক শেয়ার করে রুশা লেখেন- ‘প্রথম রেজিস্ট্রি অ্যানিভার্সারি ডিনার…’।
প্রেম করে নয়, বাবা-মা’র পছন্দ করা পাত্রের সঙ্গেই বিয়ের পর্ব সেরেছেন রুশা। এর আগে টেলিপাড়ার এক নায়কের সঙ্গে প্রেম করলেও মাস কয়েকের বেশি টেকেনি সম্পর্ক। মাইক্রোসফটে চাকরি করে রুশার বর, অনুরণ। সেই সূত্রেই সিয়াটেলে থাকেন। সেখানেই মাইক্রোসফটে হেড কোয়াটার। সেখানেই দুজনে মিলে গড়ে তুলেছেন তাঁদের ভালোবাসার নীড়। তারই টুকরো ঝলক দেখে দারুণ খুশি অনুরাগীরা।
For all the latest entertainment News Click Here