বরফের চাদরে ঢাকা পড়ল ভূস্বর্গ, তুষারপাতের মজা নিতে রাস্তায় যশ-নুসরত! ভাইরাল ছবি
শনিবারই যশ দাশগুপ্তর সাথে কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন নুসরত। মা হওয়ার দু’মাসের মাথাতেই অভিনেত্রীর এভাবে ঘুরতে চলে যাওয়া দেখে অবাক হয়েছেন অনেকেই। আসন্ন ছবি ‘চিনে বাদাম’র একটি গানের শ্যুটে এখন কাশ্মীরে আছেন যশ দাশগুপ্ত আর এনা সাহা। আর যশের ছায়াসঙ্গী হিসেবেই নুসরতের কাশ্মীর ভ্রমণ।
ভূস্বর্গে পা রাখার পর থেকেই নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রী-সাংসদকে। কাশ্মীর যাওয়ার পথে কলকাতা বিমান বন্দরের লাউঞ্জে বসে একটি ভিডিও তুলেছিলেন নুসরত। তারপর যশের সাথে একই লোকেশনে ছবি দিয়েছেন। আর এবার নুসরত দেখা দিলেন বরফের সাদা চাদড়ে ঢাকা পড়ে যাওয়া ভ্যালিতে।
পাফার জ্যাকেট, গ্লাভস আর ছাতা মাথায় ঘুরতে বেড়িয়ে পড়েছেন নায়িকা। নুসরতের এই ছবি মন কাড়ল অনেকেরই। তবে, সমালোচনাও হল। অনেকেরই মতে এত ছোট বাচ্চা নিয়ে এত ঠান্ডায় যাওয়া ঠিক হয়নি তাঁর। এতে বড় কোনও অসুখও হতে পারে ঈশানের বলে চিন্তাপ্রকাশ করেছেন অনেকেই। সঙ্গে ফোটো কার্টেসিতে নুসরত যশের নামের আগে ব্যবহার করেছেন ‘Beloved’ (প্রিয়), যা সংশোধন করে নেট-নাগরিকের পরামর্শ ওটা লেখা উচিত ছিল ‘Husband’।
ঈশানের বয়স যখন মাত্র ১৩ দিন, তখনই কাজে ফিরেছিলেন নুসরত। তারপর তাঁকে যশের সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে শহরে। কখনও কলকাতা পুরোসভায় গিয়ে করোনার টিকা নিয়েছেন। কখনও আবার যশের ছবির মহরতে চলে গিয়েছেন। পুজোয় বিচারকের আসনেও দেখা গিয়েছিল ঈশানের মাম্মাকে। শুরু করেছেন শ্যুট। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘জয়কালী কলকত্তেওয়ালী’ ছবিতে। মা হওয়ার নুসরতের প্রথম সিনেমা।
For all the latest entertainment News Click Here