বয়স ৬, তবু নিজের সিদ্ধান্ত নিজেই নেন অল্লু অর্জুন কন্যা আরহা! ফাঁস করলে সামান্থা
সামান্থা রুথ প্রভুর ‘শকুন্তলম’-ছবির হাত ধরে অভিনয় জীবনে পা রাখছেন অল্লু অর্জুন কন্যা আরহা। যার বয়স মাত্র ৬। গুণশেখর পরিচালিত এই ছবিতে, আরহা-কে দেখা যাবে প্রিন্স ভরতের ভূমিকায়। সম্প্রতি, ‘শকুন্তলম’-কে নিয়ে এক সাক্ষাৎকারে ছোট্ট অরহা-কে নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন সামান্থা।
সামান্থ রুথ প্রভু জানান, বয়স মাত্র ৬ হলেও এখন থেকেই জীবনের বেশকিছু বিষয়ে নিজেই সিদ্ধান্ত নেয় ছোট্ট আরহা। সামান্থা বলেন, ‘এই ছবিতে কাজ করার পর হয়ত তাঁর কেরিয়ারটা অন্যরকমভাবেই শুরু হবে। সেটা দেখার জন্য একটু অপেক্ষা করুন। আমার মনে হয় না আরহার কেরিয়ার নিয়ে ওর বাবা অল্লু অর্জুন বিশেষ মাথা ঘামাবেন। আর এই ছবি প্রসঙ্গে আমি বলব, এই ছবিটি পরিবার থেকে শিশু, সকলেই দেখতে পারবেন। ছবিতে প্রধান প্রধান চরিত্রগুলি ছাড়াও এই ছবিতে শিশু আরহার একটি সুন্দর ভূমিকা রয়েছে, যার সঙ্গে দর্শকরা একাত্ম হতে পারবেন।’
প্রসঙ্গত, কালীদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ ছবিটি। ১৪ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যেখানে দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার প্রেম, বিয়ে, সন্তান, এবং জীবনের প্রথমদিকে তপোবন ঘেরা মহর্ষি কণ্বদেবে আশ্রমে তাঁর বেড়ে ওঠা, সেখানে হরিণ, পশু-পাখিদের সঙ্গে জীবন কাটানো সবই উঠে এসেছে ছবির ট্রেলারে।
আরও পড়ুন-কেন অভিনয় জীবন থেকে দূরে সরে গেলন যোগিতা বালি? খোলসা করলেন মিঠুন পুত্র নমশি
প্রসঙ্গত, এর আগে PTI-কে দেওয়া সাক্ষাৎকারে সামান্থা রুথ প্রভু বলেছিলেন, প্রথমদিনে তিনি ‘শকুন্তলম’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ অনস্ক্রিনে রাজকন্যা চরিত্রে অভিনয় করায় তাঁর বিশেষ আস্থা ছিল না। তিনি বলেন, ‘আমি প্রথমে না বলেছিলাম কারণ দ্য ফ্যামিলি ম্যান ২-তে কাজ করছিলাম, যেখানে আমার ভূমিকা ভীষণই বাস্তবমুখী ছিল। ছোটবেলা থেকেই ডিজনি আমার প্রিয় জেনার। খুশি বা দুঃখ যাই হোক না কেন, আমি ডিজনি ফিল্ম দেখবই। তাই, আমার আত্মবিশ্বাস ছিল না যে আমি শকুন্তলার চরিত্রে অভিনয় করতে পারব, উনি এক রাজকন্যা, যিনি মূলত পরিপূর্ণতার প্রতীক’। ‘শকুন্তলম’-এ সামান্থা ছাড়াও রয়েছেন যীশু সেনগুপ্ত, মধু, গৌতমী, দেব মোহন, অদিতি বালান, শচীন খেদেকর এবং মোহন বাবু।
সম্প্রতি, সাই-ফাই থ্রিলার ‘যশোদা’তে অভিনয় করেছেন সামান্থা, যা দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। শকুন্তলম ছাড়াও, সামান্থার পাইপলাইনে রয়েছে বেশকিছু আকর্ষণীয় ছবি। তাঁকে বিজয় দেবেরকোন্ডার বিপরীতে তেলুগু ছবি ‘কুশি’ এবং প্রাইম ভিডিও অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এও দেখা যাবে।
For all the latest entertainment News Click Here