বয়স পেরোলেও ছেলে বিয়ে করছে না, রচনার কাছে এসে কী কী নালিশ বললেন হানির মা
টেলি জগতের অন্যতম পরিচিত মুখ এবং অবশ্যই বাংলার বহু মেয়ের ক্রাশ হানি বাফনা তাঁর মায়ের সঙ্গে ‘দিদি নম্বর ১’ -এর মঞ্চে আসতে চলেছেন। সম্প্রতি সেই পর্বের প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে এসেছ। আর সেখানেই অভিনেতার মাকে এক অদ্ভুত দাবি জানাতে দেখা গেল দিদির কাছে।
‘বকুল কথা’ দিয়ে পথ চলা শুরু হলেও, ‘গ্রামের রানি বীণাপাণি’, ‘প্রথমা কাদম্বিনী’, ইত্যাদির মতো ধারাবাহিক দিয়ে তিনি সবার মন জয় করে নিয়েছেন। মাত্র কিছু বছরই হল তিনি ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন, তবে এই কদিনেই যে তিনি তাঁর জায়গা বানাতে সক্ষম হয়েছেন সেটা বেশ স্পষ্ট। বর্তমানে তাঁকে জি বাংলার ধারাবাহিক ‘সোহাগ জল’-এ দেখা যাচ্ছে। এ হেন অভিনেতা যিনি কিনা তাঁর অভিনয় থেকে লুকস দিয়ে বাজিমাত করেছেন তাঁর নাকি প্রেমিকা নেই। বিয়েতেও বিশেষ মন নেই! এমনই অভিযোগ করলেন অভিনেতার মা।
‘দিদি নম্বর ১’ -এ মাকে নিয়ে খেলতে আসছেন হানি। তাঁর মা এখানে এসে রচনা বন্দ্যোপাধ্যায়কে বলেন, ‘দিদি ওকে বিয়ে জন্য একটু বোঝান না। ও আমার কথা কিছুতেই শুনছে না!’ উত্তর রচনা হানিকে জিজ্ঞেস করেন যে তিনি কেন বিয়ে করছেন না? অভিনেতার উত্তর দেওয়ার আগেই, তাঁর সহঅভিনেতা শ্রীতমা বলেন, ‘ও বলেছে বিয়ে করবে না।’
কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? সবাই যখন তাঁকে বিয়ের জন্য জোরাজুরি করতে থাকে, প্রশ্ন করেন তখন হানি সাফ জানিয়ে দেন তাঁর এক সহঅভিনেতা এত বছরেও যখন বিয়ে করেননি, করছেন না, তিনি তাঁর থেকেই অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিয়ে করবেন না। তবে সেই কথা মোটেই মানতে নারাজ রচনা। তিনি কি জোর করে আসল কথা বের করতে পারবেন হানির মুখ দিয়ে? সেটা তো সময়ই বলবে!
আগামী শুক্রবার মায়ের সঙ্গে দিদির মঞ্চে আসছেন হানি। এই শো ৫.৩০টা থেকে জি বাংলায় দেখা যায়। এই প্রোমো ভিডিয়ো পোস্ট করে চ্যানেলের তরফে লেখা হয়, ‘দিদির মঞ্চে মায়ের সঙ্গে সোহাগ জল ধারাবাহিকের শুভ্র। দেখুন দিদি নম্বর ১ আগামী শুক্রবার বিকেল পাঁচটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়।’
বর্তমানে ‘সোহাগ জল’ ধারাবাহিকে হানির বিপরীতে দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্যকে।
For all the latest entertainment News Click Here