বন্ধু চল! সিক্যুয়েলের ইঙ্গিত ঋদ্ধির ওপেন টি বায়োস্কোপের ৮ বছরের পোস্টে
সালটা ২০১৫। সেকেন্ড ইয়ারে পড়ি। একটা ছবি মুক্তি পেয়েছিল, ওপেন টি বায়োস্কোপ। না ছোটবেলার খেলা বা সেই আজগুবি যন্ত্রটি নয়, একটি ছবি। দুই বন্ধু মিলে দেখতে গিয়েছিলাম। দুই ঘণ্টা ১৫ মিনিটের ছবিটা দেখতে গিয়ে হেসেছি, কেঁদেছি, অতীতের স্মৃতিতে ফিরেছি। এক সঙ্গে না জানি কতগুলো ইমোশন খেলেছিল সেদিন। সেই ছবির ৮ বছর পূর্ণ হল।
হ্যাঁ, ওপেন টি বায়োস্কোপের ৮ বছর! একদল কিশোর কিশোরী, প্রথম প্রেম, বন্ধুর হয়ে চিঠি আদান প্রদান, ফুটবলের ইমোশন, না জানি আরও কত কীই সব একটা ছবিতে উঠে এসেছিল। ৮০-৯০ এর দশকের ছেলে মেয়েরা ভেসে গিয়েছিল আবেগে। কারও কারও উস্কে গিয়েছিল ফেলে আসা দিনগুলোর স্মৃতি। তবে যাঁরাই এই ছবি দেখেছেন তাঁরা তাঁদের স্কুলবেলার বন্ধুদের মিস করেছেন, মনে করেছেন, হয়তো বা সোশ্যাল মিডিয়ায় খুঁজে বের করেছেন নতুন করে। একটা ছবি অনেক কিছু নিয়ে এসেছিল। আর সেই ছবিরই বয়স দেখতে দেখতে ৮ বছর পেরিয়ে গেল!
কেবল আমি, আপনি আর আর পাঁচটা দর্শকরা নন, এই ছবির সঙ্গে যাঁরা জুড়েছিলেন তাঁরাও ভাসলেন স্মৃতির অথৈ জলে। তাই তো ঋদ্ধি সেন থেকে রাজর্ষি নাগ, এমনকি পরিচালক অনিন্দ্য নিজেও ভাসলেন আবেগে। সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করে করলেন পোস্টও।
এদিন ঋদ্ধি সেন তাঁর ফেসবুকে তাঁর, সুরঙ্গনা, রাজর্ষি, ধী, এবং ঋতব্রতর তখনকার এবং বর্তমান ছবি কোলাজ করে পোস্ট করেন। লেখেন একটি আবেগ ভরা লেখা। অভিনেতার কথায়, ‘বলছি অনিন্দ্য দা, আজকে ওপেন টি বায়োস্কোপের ৮ বছর হল। তাহলে একটা সিক্যুয়েল হোক? নাম হতে পারে তোমার ভাবা ওপেন টি বায়োস্কোপের ভাবা প্রথম নামটা। কারণ আমাদের পাঁচজনের ঠিকানা এখনও তোমার রাখা সেই প্রথম নামটাতেই। আমরা এখনও ওখানেই থাকি। বন্ধু বাইলেনে। কাস্টিংয়ের জন্য ছবি জমা দিলাম। আট বছর পর।’
ঋদ্ধি তাঁর পোস্টে অনেকের মনের কথাই লিখে ফেললেন! সত্যি তো আমরাও কি চাই না এটা হোক? ওপেন টি বায়োস্কোপের সিক্যুয়েল, ভাবলেই গায়ে শিহরণ জাগছে। আহ! নস্টালজিয়া। আর তাই তো তাঁর এই পোস্টে কিন্তু আরেকজনও কাস্টিংয়ের জন্য নাম জমা দিলেন। কে বলুন তো? ফোয়ারার মা। সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রী তাঁর পোস্টে লেখেন, ‘এই! আমিও ছবি জমা করব।’ অনেকেই এই পোস্টে কমেন্ট করেছেন। এঁদের মধ্যে সুজয় প্রসাদ চক্রবর্তী লেখেন, ‘হোক হোক, মায়ের তো দারুণ লেগেছিল।’
অভিনেতা রাজর্ষি নাগ পোস্ট করেন স্মৃতিচারণ করে। তিনি তাঁর পোস্টে লেখেন, ‘বয়স বাড়া মন্দ নয়! কিন্তু একসঙ্গে। ওপেন টি বায়োস্কোপের ৮ বছর।’
বাদ যাননি পরিচালক নিজেও। অনিন্দ্য চট্টোপাধ্যায় এই ছবির স্মৃতিচারণ করে লিখলেন, ‘আট বছর আগের একদিন।’ সঙ্গে তিনি এই পোস্টে ওপেন টি বায়োস্কোপ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। ঋত্বিক চক্রবর্তী কমেন্ট করে এই পোস্টে। লেখেন, ‘শুনেছিলাম ঋত্বিক বলে একজন অভিনয় করেছিল ছবিটায়!’ ঋতব্রত মুখোপাধ্যায় কমেন্ট করেন। তাঁর কথায়, ‘আমাদের বন্ধু বাইলেন। অনেক ভালোবাসা।’
সবারই স্মৃতিচারণের লেখায় উঠে এল একটাই নাম ‘বন্ধু বাইলেন’, ওপেন টি বায়োস্কোপের না হওয়া নাম। তবে কি সত্যি এই ছবির সিক্যুয়েল ফিরছে? সেটা সময় বলবে। আপাতত সেই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু হলে মন্দ হবে না। যে ছবির হাত ধরে টলিউড একগুচ্ছ প্রতিশ্রুতিবান অভিনেতাকে পেয়েছিল, যে ছবির কারণে ওঁদের মধ্যেও একটা ফাটাফাটি বন্ধুত্ব গড়ে উঠেছিল, দর্শকরা নিজেদের ছেলেবেলা ঝালিয়ে নিয়েছিলেন সেটা ফিরলে মন্দ কি?
For all the latest entertainment News Click Here