বন্ধুর বিয়েতে খুনসুটি অর্জুন-মালাইকার, ‘তোমাদের বিয়েটা কবে?’ প্রশ্ন নেটপাড়ার
বলিউডের অন্যতম হ্যাপেনিং জুটি অর্জুন কাপুর (Arjun Kapoor) ও মালাইকা আরোরা (Malaika Arora)। দীর্ঘদিন ধরেই প্রেম সম্পর্কে আবদ্ধ এই দুই বলিউড তারকা। ‘হাঁটুর বয়সী’ অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে হামেশাই ট্রোলড হন মালাইকা। অন্যদিকে ‘ডিভোর্সি’, ‘বয়সে বড়’ প্রেমিকাকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন ‘ইশকজাদে’ অভিনেতাও। তবে হেটার্সের মুখে ঝামা ঘষে দিতে এক্সপার্ট এই প্রেমিক জুটি। দুজনের জীবনের এখন একটাই মন্ত্র- ‘খুল্লম খুল্লা প্যায়ার করেঙ্গে হম দোনো।’
সম্প্রতি ডিডাইনার কুণাল রাওয়ালের বিয়ের আসরে একফ্রেমে বন্দি হলেন দুজনে। গত ২৮শে অগস্ট বান্ধবী অর্পিতা মেহতার সঙ্গে সাত পাক ঘুরলেন বলিউডের নামী ফ্যাশন ডিজাইনরা কুণাল রাওয়াল। এই বিয়েতে হাজির ছিলেন শাহিদ কাপুর, মীরা রাজপুত, রিয়া কাপুর, বরুণ ধাওয়ান, নাতাশা দালালরাও।
বিয়ের আসরে বর কুণালের সঙ্গে অর্জুন-মালাইকার খুনসুটির একটি ছবি ফ্রেমবন্দি করেছেন অভিনেতা শাহিদ কাপুর। সেই ছবি সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন মালাইকা। সেই ছবিতে কুণালের গাল টিপতে দেখা গেল অর্জুনকে, অন্যগিকে ডিজাইনার বন্ধুর গালে চুমু খেতে দেখা গেল মালাইকাকে। এই ছবি এবং ছবির তোলবার আগের মুহূর্তের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অর্জুনও। আরও পড়ুন- ‘শরীরের একটা শিরাও বাকি ছিল না’,ড্রাগের নেশায় শেষ হতে বসেছিলেন ‘গাঁটছড়া’র রাহুল
কুণালের বিয়েতে অর্জুন-মালাইকার পোশাকে ধরা পড়ল রং মিলান্তি। ক্রিম রঙা শাড়িতে ঝলমল করলেন মালাইকা, শাড়িতে ছিল সোনালি জরির কাজ। পিঠখোলা ব্লাউজে পুরুষ হৃদয়ে ঝড় তুললেন বলিউডের ‘মুন্নী’। অন্যদিকে অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন অর্জুন। অভিনেতার পোস্টে মালাইকার প্রশ্ন, ‘আচ্ছা কুণাল হাসছে না কাঁদছে?’
এই পোস্ট দেখে ফ্যানেরা অবশ্য জানতে অর্জুন-মালাইকা কবে সাত পাক ঘুরছে? যদিও এই প্রশ্ন নতুন নয়। দিন কয়েক আগেই কফি উইথ করণের আসরে এই ব্যাপারে অর্জুন জানান, ‘আগে নিজের পায়ের নীচের মাটি শক্ত করতে চাই। তার পর বিয়ে। অর্থনৈতিক ভাবে সাফল্যের কথা বলছি না। কিন্তু পেশাদার হিসাবে নিজেকে প্রমাণ করতে চাই। আর নিজে খুশি না থাকলে সঙ্গীকেও খুশি রাখা সম্ভব নয়।’ আরও পড়ুন-আমার বাবা-মা আগে সেক্স করেছে তার ফলপ্রসূ আমি জন্মেছি’, জন্মদিনে বেঁফাস শ্রীলেখা
সুতরাং বোঝাই যাচ্ছে এখনই অর্জুন-মালাইকার বিয়ে দেখবার সুযোগ আসছে ফ্যানেদের কাছে। তার জন্য আরেকটু ধৈর্য্য ধরতে হবে।
For all the latest entertainment News Click Here