বন্ধুদের বিদায়ে একাকীত্বের কষ্ট, ২২ বছর পর অবসর ধারাভাষ্যকার ডেভিড লয়েডের
ক্রিকেটের জনপ্রিয়তম আওয়াজের মধ্যে অন্যতম হল ডেভিড লয়েড়ের গলার স্বর। দুই দশকেরও বেশি সময় ধরে মাইক্রোফোন হাতে ম্যাচের প্রতিটি মুহূর্তকে নিজের কন্ঠস্বরে আরও মধুর করে তুলেছেন তিনি। তবে সবকিছুরই শেষ থাকে। ধারাভাষ্যকার হিসেবে ডেভিড লয়েড়ের যাত্রারও পরিসমাপ্তি ঘটতে চলেছে।
ইংল্যান্ডের হয়ে নয়টি টেস্ট এবং একটি ওয়ান ডে খেলার পর, প্রথমে তাঁর দীর্ঘদিনের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে ১৯৯৩ সালে এবং তারপর ৯৬ থেকে ৯৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করেন লয়েড। এরপরেই ১৯৯৯ সালে তাঁর ক্রিকেট ধারাভাষ্যে পদার্পন ঘটে। তারপর থেকে একের পর এক ঐতিহাসিক সব মুহূর্তে তাঁর কন্ঠস্বর শোনা গিয়েছে। তবে সমসাময়িক ধারাভাষ্যকার এবং বন্ধুদের একে একে ধারাভাষ্যকার হিসেবে বিদায়ের পরেই কিছুটা একাকীত্ব অনুভব করছিলেন বলেন জানান সকলের প্রিয় বাম্বল। এর জেরেই তিনিই অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন।
তিনি নিজের অবসর প্রসঙ্গে বলেন, ‘২২ বছরের দীর্ঘ সময়ের পরে আমার মনে হয় মাইক্রোফোনটা অন্যদের হাতে তুলে দেওয়ার সময় এসেছে। আমি যে খেলাকে এত ভালবাসি, সেটাকে লোকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারাটা আমার কাছে পরম সৌভাগ্যের। তবে বব উইলিসের মৃত্যু এবং আমার কাছের বন্ধু ডেভিড গাওয়ার, ইয়ান বোথাম এবং সাম্প্রতিককালে মাইকেল হোল্ডিং বিদায়ের পর কমেন্ট্রি বক্সটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। তাই আমার মনে হয় ওদের মতো একই পথে হেঁটে আমারও পরবর্তী অধ্যায়ের দিকে তাকানো দরকার।’
For all the latest Sports News Click Here