‘বন্ধুত্বকে প্রেমের নাম দেবেন না’ টিনার সঙ্গে শালিনের বন্ধুত্ব নিয়ে সরব তাঁর মা
শালিন ভানোতের সঙ্গে টিনা দত্তের রসায়ন নিয়ে এবার মুখ খুললেন অভিনেতার মা, সুনীতা ভানোত। তিনি জানালেন যে তাঁরা ভীষণই ভালো বন্ধু। এবং এবার কেউ যেন এটাকে প্রেম বলে না মনে করেন। বা সেই দৃষ্টিকোণ দিয়ে না দেখেন। একই সঙ্গে তিনি জানান যে তাঁর ছেলে ক্যামেরার জন্য ফেক অনুভূতি দেখাতে পারে না। সে চায় টিনাকে সাপোর্ট করে তাঁর সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে।
গত সপ্তাহে শালিনের মা সুনীতা এসেছিলেন বিগ বস হাউজে। তাঁর সঙ্গে টিনার মা, নিমরিত কৌর আলুয়ালিয়ার বাবা, এমসি স্ট্যানের মাও এসেছিলেন। এই অনুষ্ঠানে এসে শালিনের মা জানান যে তাঁর গেম অফ ট্র্যাকে চলছে।
বিগ বসের সাম্প্রতিকতম একটি পর্বে টিনা এবং শালিন একে অন্যকে তাঁদের অনুভূতি নিয়ে প্রশ্ন করেন। কারণ অভিনেতা তাঁর সহ প্রতিযোগী তথা অভিনেত্রীকে তাঁর অনুভূতি যা তিনি অন ক্যামেরা দেখাচ্ছেন সেগুলো মিথ্যে বলে দেগে দেন। এর আগেও সঞ্চালক সলমন খান ওঁদের ধমক দিয়েছিলেন এমসি স্ট্যানের অনুষ্ঠানের সময় কাছাকাছি আসার জন্য। টিনা তখন জানিয়েছিলেন যে তিনি শালিনকে ভালোবাসেন না। যদিও তাঁরা সেদিন একসঙ্গে নাচ করেন, এবং একে অন্যকে চুমুও খেতে যান। ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখা যায় তাঁদের। তবে ফ্যামিলি উইকে এই দুই অভিনেতার মায়েরা এসে তাঁদের বোঝান এবং বলেন তাঁরা যেন এখন আপাতত খেলার দিকে মন দেন।
ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীতা ভানোত তাঁর ছেলে এবং টিনার রসায়ন নিয়ে মুখ খোলেন। তিনি সেই সাক্ষাৎকারে বলেন, ‘একজন দর্শক হিসেবে আমি বেশ বুঝতে পারি শালিন যা করে সেটা কেবল ক্যামেরার জন্য নয়। ও অনেকবার নিজেকে পিছনে রেখে বন্ধুদের সাহায্য করেছে। আর এটাই ওদের বন্ধুত্বের সৌন্দর্য। বন্ধুত্ব একটা খুব সুন্দর সম্পর্ক আর ও ওর বন্ধুত্বের খাতিরে যে কর্তব্য আছে সেটা করেছে। এবার দর্শকরা সেটাকে যদি প্রেম বলে দাগিয়ে দেন সেটা ঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা যখন কোনও প্রতিষ্ঠানে একসঙ্গে থাকি বন্ধুত্ব তো হয়েই যায়। আপনি তো একা এই পৃথিবীতে বাঁচতে পারবেন না। আপনার সঙ্গে কাউকে না কাউকে লাগবেই। এবার কারও সঙ্গে চলতে গেলে বন্ধুত্ব বেশি হয়, কারও সঙ্গে কম। এবার সেটার উপর ভিত্তি করে ওরা সম্পর্কে আছে বলে দেওয়া ঠিক নয়।’
বিগ বস ১৬ গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে। এটি কালার্স টিভিতে দেখা যায়। প্রতি সোম থেকে শুক্রবার পর্যন্ত এই রিয়েলিটি শো রাত ১০ টায় এবং শনি রবি রাত ৯টা থেকে দেখা যায়।
For all the latest entertainment News Click Here