বনির পর কৌশানি! নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত কুন্তলের টাকা নিয়েছেন নায়িকাও?
নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বনির সেনগুপ্তর। ইতিমধ্যেই বৃহস্পতিবার তিনি গিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জন্য। প্রায় ১০ ঘণ্টা ধরে বনিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আগামী মঙ্গলবার ফের তলব করা হয়েছে। আর বনির পর এই মামলায় নাম জড়াল তাঁর প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়ের।
নিয়োগ মামলায় অভিযুক্ত তথা জেলবন্দি যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের আর্থিক লেনদেনের ব্যাপারটা দেখতে গিয়ে খোঁজ পাওয়া যায় সোমা চক্রবর্তী নামে এক মহিলার। শুক্রবার, ইডি অফিস তলব পেয়ে হাজির হয়েছিলেন তিনি। আর জেরা শেষে ইডির অফিস থেকে বেরিয়ে তাঁকে বলতে শোনা যায়, তাঁর সংস্থার বিজ্ঞাপন করেছিলেন কৌশানিই। যদিও অভিনেত্রী চিনতেই পারেননি সোমাকে।
তদন্তকারীদের দাবি, কুন্তলের অ্যাকাউন্ট থেকে অন্তত ৫০ লক্ষ টাকা গিয়েছে সোমার অ্যাকাউন্টে। সেই সূত্র ধরেই ডাক পড়ে সোমার। নথিপত্র নিয়ে সেই মহিলাও হাজির হন সিজিও কমপ্লেক্সে। দুপুর ১টা থেকে বিকেল ৪.৫০ অবধি সেখানে ছিলেন তিনি, যিনি কলকাতার এক নেল পার্লারের মালকিন। সেখানে যখন সোমাকে প্রশ্ন করা হয় কৌশানি তাঁর সংস্থার হয়ে কাজ করেছেন কি না, জবাব আসে ‘আমার ব্র্যান্ডিং করেছিল ও।’
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কৌশানির ওই ছবিখানা। একটি নেল আর্ট পার্লারের বিজ্ঞাপনে তিনি, যার মালিক সোমা। যদিও এই ব্যাপারে অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ‘তারকা হিসেবে আমার ছবি ব্যবহার করে থাকতে পারেন। সেগুলোর হিসেব রাখা অন্তত আমার পক্ষে সম্ভব নয়। আমার মতো অভিনেত্রীদের ছবি ব্যবহার করলে ব্যবসা ভালো হয়। সেই কারণেই হয়তো ব্যবহার করেছেন! বা হতে পারে শিল্পী হিসেবে যেমন আমি অনেক পার্লার উদ্বোধন করি, সে ভাবে এই পার্লারও উদ্বোধন করেছিলাম। কিন্তু কবে কোথায় গিয়েছি, তা স্মরণে রাখা সম্ভব নয়।’
তবে কৌশানির স্মরণে না থাকলেও সোমার ভালোই মনে আছে যে তাঁর পার্লারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বনির প্রেমিকাই। যদিও মুখোমুখি তাঁদের কথা হয়েছে কি না, পরিচয় আছে কি না সে বিষয়ে কথা বলেননি এখনও।
এদিকে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তলের কাছ থেকে টানা নিয়ে বনি গাড়ি কিনেছিলেন বলে জানানো হয়েছে ইডিকে। সেই গাড়ির নথি-সহ মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে যাবেন অভিনেতা। পার্লার যোগে কৌশানিকেও কি তাহলে হাজিরা দিতে হবে নাকি পরবর্তীতে?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here