বনিবনা ছিল না দুই বোন লতা-আশার? আসল সত্যি জানিয়েছিলেন সুর-সম্রাজ্ঞী নিজেই
লতা মঙ্গেশকর আর আশা ভোঁসলে দুটো নামই সংগীতের জগতে জ্বলজ্বল করবে চিরকাল। তাঁদের ছাড়া গানের দুনিয়া যেন ভাবাই যায় না! তবে, অনেকেরই মনে একটা ধারণা আছে, বনিবনা ছিল না দুই বোন লতা আর আশার। তাঁদের নিয়ে অনেক বিতর্কও রয়েছে। তবে বোনের সাথে সম্পর্ক নিয়ে একবার কথা বলতে শোনা গিয়েছিল লতাকে। জানুন কী জানিয়েছিলেন তিনি সেই সময়ে।
আশা ভোঁসলের ব্যাপারে লতা তাঁর এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি আর আশা খুব ঘনিষ্ঠ। এখন আমাদের আর রোজ দেখা হয় না কারণ ও অনেক দূরে থাকে ওর ছেলে আনন্দের সাথে। এর আগে ও ঠিক আমার পাশেই থাকত। প্রভু কুঞ্জে আমাদের দু’জনের অ্যাপার্টমেন্টের মাঝে একটা দরজাও ছিল। আমি জানি অনেকের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। কিন্তু এটাই সত্যি। হ্যাঁ আমাদের মধ্যে কিছু সমস্যা ছিল অতীতে? কোন ভাই-বোনের মধ্যে না থাকে? ও অল্প বয়সে এমন কিছু করেছিল যা আমি মেনে নিতে পারিনি।’
এরপর যখন লতাকে প্রশ্ন করা হয় বোনের এত জলদি বিয়ে করা নিয়ে তাঁর রাগ হয়েছিল কি না, প্রয়াত গায়িকা উত্তর দেন, ‘হ্যাঁ, আমার মনে হয়েছিল এটা খুব জলদি হয়েছে। আমার মন বলেছিল সেটা খুব বাজেভাবে শেষ হবে। তাই হয়েছিল। তবে সেটা ওর জীবন। আর ওর সম্পূর্ণ স্বাধীনতা ছিল নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার। আমাদের পরিবারে কেউ কারও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে না।’
সঙ্গে ‘কাজ নিয়ে শত্রুতা’ প্রসঙ্গে লতার সাফ জবাব ছিল তাঁর আর আশার গানের ধরনই ছিল আলাদা। তাই এখানে হিংসে করার কোনও প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, ‘পঞ্চমদা-র সুরে কাটি পতঙ্গ ছবিতে আমি গেয়েছি না কোয়ি উমঙ্গ। আর ও গেয়েছে মেরা নাম হ্যায় শবনম। আমি চাইলেও ওর গাওয়া গানটা গাইতে পারতাম না। কারণ আমাদের দু’জনের গান গাওয়ার ধরণই আলাদা ছিল।’
সঙ্গে লতা জানান তাঁর ভাবতে অবাক লাগে কেন সবার মনে ভুল ধারণা আছে তাঁর আর আশার সম্পর্ক নিয়ে। জানিয়েছিলেন দিদি হিসেবে সবসময় তিনি সম্মান পেয়েছেন বোনের থেকে। যখনই একসঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছেন তা উপভোগ করেছেন।
For all the latest entertainment News Click Here