বনিকে ED-র জেরা,‘আর্চির গ্যালারি’ প্রিমিয়ারে কী বললেন অভিনেতার নতুন সঙ্গী আয়ুষী?
নিয়োগ দূর্নীতিতে নাম জড়িয়েছে অভিনেতা বনি সেনগুপ্তর। বৃহস্পতিবার বনিকে টানা ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অভিযোগ নিয়োগ দূর্নীতিতে ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। আর এজন্য বনি যে কারণ দেখিয়েছেন, সেই সংক্রান্ত নথি নিয়ে আগামী মঙ্গলবার ফের ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে। এসব টানাপোড়েনের মাঝেই ১০ মার্চ শুক্রবার মুক্তি পেয়েছে বনি সেনগুপ্তের নতুন ছবি ‘আর্চির গ্যালারি’।
বৃহস্পতিবার নির্মাতাদের তরফে নতুন ছবি ‘আর্চির গ্যালারি’র বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। সেখানে বনি সেনগুপ্ত ছাড়া ছবির বাকি সমস্ত কলাকুশলীই হাজির ছিলেন। এই ছবিতে আয়ুষী তালুকদারের সঙ্গে জুটি বেঁধেছেন বনি। এদিন নায়ককে পাশে না পেয়ে মন খারাপ ছিল আয়ুষীর। অভিনেত্রীর কথায়, ‘বনিকে খুব মিস করছিলাম। ওঁর সঙ্গে যেটা হয়েছে, তা দুর্ভাগ্যজনক। তবে কারোর ব্যক্তিগত জীবনে কী ঘটেছে, সেটার উপর আশা রাখি মানুষ সিনেমার বিচার করবেন না। আর্চির গ্যালারিতে সুন্দর একটা প্রেমের গল্প রয়েছে। আশা রাখি দর্শকদের ভালো লাগবে।’ তবে আয়ুষী জানিয়েছন, তিনি এই পরিস্থিতিতে বনির সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি, কারণ এই সময় তিনি বিরক্ত করতে চান না।
তবে এই প্রথম নয়, এর আগে রাজা চন্দ পরিচালিক ‘আম্রপালি’তে জুটি বেঁধেছিলেন বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদার। যেটি অবশ্য বড়পর্দায় নয়, মুক্তি পেয়েছিল ওটিটিতে। আর্চির গ্যালারি এই জুটির দ্বিতীয় ছবি।
এদিকে অভিযুক্ত কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে বনি জানিয়েছেন, তিনি কুন্তলের কাছ নেওয়া টাকায় গাড়ি কেনেন। তবে পাঁচ বছর আগে পারিশ্রমিক হিসাবেই তিনি সেই টাকা নিয়েছিলেন তাও সেটা ব্যাঙ্ক মারফত। পরিবর্তে তিনি কুন্তল ঘোষের একাধিক ইভেন্টে কাজ করেছেন। অভিনেতা আরও জানিয়েছেন, জিরাটে একটি অনুষ্ঠানে গিয়ে কুন্তলের সঙ্গে তাঁর পরিচয় হয়। কুন্তলের একটি সিনেমা প্রযোজনা করারও কথা চলছিল, তাতেও অভিনয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যদিও পরে কোনও কারণে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। বনির দাবিতে সহমত প্রকাশ করেছেন কুন্তল ঘোষ নিজেও। তবে শুধু বনি নন, ধৃত কুন্তল ঘোষের সঙ্গে টলিপাড়ার আরও অনেকেরই ওঠাবসা ছিল বলে খবর। খুব শীঘ্রই টলিউডের আরও ৬-অভিনেতা-অভিনেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।
For all the latest entertainment News Click Here