বদলে গেল ‘লক্ষ্মী কাকিমা’র সম্প্রচার সময়, সন্ধ্যা ৬টা নয়, কোন সময় আসছে এই মেগা?
১৪ই ফেব্রুয়ারি থেকে সম্প্রচার শুরু হচ্ছে জি বাংলার নতুন শো ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এই সিরিয়ালের সঙ্গে সাড়ে চার বছর পর মেগা ধারাবাহিকে কামব্যাক করছেন অপরাজিতা আঢ্য। গত মাসের শেষেই চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছিল সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে এই শো। অর্থাত্ শান্টু-পূর্ণা জুটিকে টেক্কা দেবেন লক্ষ্মী কাকিমা। কিন্তু আচমকাই বদলে গেল এই আসন্ন সিরিয়ালের সম্প্রচার সময়। সন্ধ্যার বদলে প্রাইম টাইমের স্লটে পাঠিয়ে দেওয়া হল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’কে। কথায় আছে কারুর পৌষ মাস, তো কারুর সর্বনাশ। লক্ষ্মী কাকিমা প্রাইম স্লট পাওয়ার জেরে জায়গা ছাড়তে হচ্ছে ‘অপরাজিতা অপু’কে।
গত কয়েক সপ্তাহ ধরে এক্কেবারে নিম্নমুখী ‘অপরাজিতা অপু’র টিআরপি। রাত সাড়ে আট-টার স্লটে অনেকখানি এগিয়ে গিয়েছে ‘মন ফাগুন’। তাই শন-সৃজলার টক্কর দিতে অপরাজিতা আঢ্য আর দেবশংকর হালদারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে জি বাংলা।
‘অপরাজিতা অপু’ টাইম স্লট হারানোয় মন খারাপ ভক্তদের। কিন্তু কোন সময় আসছে এই শো? তা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি চ্যানেল। কিন্তু মনে করা হচ্ছে সন্ধ্যা ৬টার স্লটে এগিয়ে আনা হবে এই জনপ্রিয় শো। অর্থাত্ ‘করুণায়ী রাণী রাসমণি শেষ হলে সেই জায়গা নেবে অপু-দীপু।
কেমন হবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর গল্প? মধ্যবয়স্কা নারীর জীবনযুদ্ধের গল্প বলবে এই সিরিয়াল। অপরাজিতা আঢ্য ও দেবশংকর হালদারের ছেলের ভূমিকায় থাকছেন অভিনেতা সৌভিক বন্দ্যোপাধ্যায়। সদ্য শেষ হয়েছে শ্রীময়ী, সর্বজয়া, সহচরীদের প্রতি মুহূর্তের লড়াই এখনও দেখছে দর্শক। এর মাঝেই আরও এক মধ্যবয়স্কা নারীর প্রতিদিনের প্রতি মুহূর্তের লড়াই উঠে আসবে পর্দায়। যিনি একদিকে স্বামীর অবহেলা সইছেন, আবার সংসার সামলাচ্ছেন অন্যদিকে মুদির দোকান চালিয়ে পরিবারের মুখে তুলছেন অন্ন।
‘পিলু’র পর এই সিরিয়ালকে নিয়েও যথেষ্ট আশাবাদী চ্যানেল কর্তৃপক্ষ। স্টার জলসার একের পর এক নতুন শো-এর ভারে অনেকটাই কোণঠাসা জি বাংলা। চ্যানেলের তুরুপের তাস এখন কেবল মিঠাই আর উমা। এই তালিকায় নতুন সংযোজন কি হতে পারবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’? সেটাই এখন দেখবার।
For all the latest entertainment News Click Here