বদলেছে কোচ-ক্যাপ্টেন, একই সিরিজে এমন পালটে যাওয়া দু’টি ভারতীয় স্কোয়াড নজিরবিহীন
বদলে গিয়েছে কোচ, বদলেছে ক্যাপ্টেনও। এক বছরের ব্যবধানে একই সিরিজের ভিন্ন টেস্ট স্কোয়াড নিয়ে ইংল্যান্ড সফরে খেলতে গিয়েছে টিম ইন্ডিয়া।
গতবছর ইংল্যান্ড সফরে ৫টি টেস্ট খেলার কথা ছিল ভারতের। তবে করোনার জন্য শেষ টেস্ট ভেস্তে যায়। স্থগিত হয়ে যাওয়া সেই টেস্ট ম্যাচটিই এবার পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে। মাঝের এক বছরে বদলে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের খোলনলচে।
নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি। তাঁর পরিবর্তে ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন হয়েছেন রোহিত শর্মা। সেই সিরিজের ভাইস ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে বাদ পড়েছেন টেস্ট দল থেকে। বাদ পড়েছেন সিনিয়র পেসার ইশান্ত শর্মা ও অভিজ্ঞ উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। এবার ১৭ জনের স্কোয়াডে জায়গা হয়নি মায়াঙ্ক আগরওয়াল ও অক্ষর প্যাটেলের।
আরও পড়ুন:- IND vs ENG: পূজারা না শুভমন- দ্বিতীয় ওপেনার কে হবেন? স্পষ্ট ইঙ্গিত দিল BCCI
ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের প্রথম চারটি ও পঞ্চম টেস্টের পৃথক স্কোয়াড:-
আরও পড়ুন:- নেদারল্যান্ডসের হয়ে মাঠে নামার দু’মাস পরেই নিউজিল্যান্ডের হয়ে খেলবেন মাইকেল রিপন, কীভাবে সম্ভব? জেনে নিন নিয়ম কী বলছে
এছাড়া গতবছরের দলে থাকা পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, অভিমন্যু ঈশ্বরনদের এবার জায়গা হয়নি দলে। এবার নতুন করে দলে ঢোকেন শ্রেয়স আইয়ার। সরাসরি মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রসিধ কৃষ্ণা।
For all the latest Sports News Click Here