বদলাবে কি RR ও PBKS -র উইনিং কম্বিনেশন? দেখুন কেমন থাকবে গুয়াহাটির আবহাওয়া ও পিচ
রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের মধ্যে IPL 2023-এর আট নম্বর ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। দুই দলই তাদের আগের ম্যাচগুলো জিতেছে, তাই দুই দলই থাকবে আত্মবিশ্বাসে ভরপুর। যেখানে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে জয় পেয়েছে পঞ্জাব। সেই সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে রাজস্থান রয়্যালস। চলুন ম্যাচের আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক-
অতীতে দুই দলের হেড টু হেডের লড়াই কেমন ছিল? দুই দলের মধ্যে মোট ২৪টি ম্যাচ খেলা হয়েছে। যারমধ্যে রাজস্থান রয়্যালস জিতেছে ১৪ বার ও পঞ্জাব কিংস জিতেছে ১০ বার। দুই দলের সর্বোচ্চ স্কোরটা জেনে নিন। রাজস্থানের সর্বোচ্চ স্কোর ২২৬ রান অন্যদিকে পঞ্জাব কিংসের সর্বোচ্চ স্কোর ২২৩ রান। সর্বনিম্ন স্কোরের দিক থেকে রাজস্থান করেছে ১১২ রান ও পঞ্জাবের স্কোর ১২৪ রান। দুই দলের শেষ পাঁচবারের সাক্ষাতে রাজস্থানের বিরুদ্ধে পঞ্জাবের রেকর্ড খুবই খারাপ। রাজস্থানের বিরুদ্ধে গত পাঁচ ম্যাচে মাত্র একটি ম্যাচে জিতেছে পঞ্জাব।
আরও পড়ুন… তোমার ব্যাচের গিল এত এগিয়ে গেল আর তুমি একই ভাবে আউট হচ্ছো-পৃথ্বীকে ঝাড় দিলেন বীরু
দেখে নেওয়া যাক পিচ রিপোর্ট কী বলছে? গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং-বান্ধব পৃষ্ঠ প্রদান করে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৩ রান, দ্বিতীয় ব্যাট করা দলগুলি এখানে ৬ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে। অর্থাৎ বলা যায় যে দল টস জিতবে সেই দল টস জিতে ব্যাট করার চেষ্টা করবে। আবহাওয়ার কথা বললে ৫ এপ্রিল (বুধবার), গুয়াহাটির তাপমাত্রা দিনের বেলায় ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে এবং রাতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। দিনে ও রাতে আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ রয়েছে। এমন অবস্থায় ম্যাচে বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা কম।
এই ম্যাচে কোন কোন বিষয়ের দিকে নজর রাখবেন, পঞ্জাবের বিরুদ্ধে ২৮ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। তাই এই ম্যাচে যুজির বোলিং-এর দিকে নজর থাকবে। যদিও পঞ্জাবের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন উমেশ যাদব (৩৪) এবং সুনীল নারিন (৩৩)। এই দুই বোলারের পরেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি চাহাল।
আইপিএল ২০১৯ থেকে, জস বাটলার লেগ-স্পিনের বিরুদ্ধে ১৯০ বলে মাত্র ১৫২ রান করেছেন এবং রাহুল চাহার দুবার তাঁর উইকেট নিয়েছেন। অর্থাৎ এই দুই তারকার লড়াই দেখার মতো হতে চলেছে।
শিখর ধাওয়ান আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৭৬ রান করেছেন এবং যদি তিনি ৬০০ পেরিয়ে যান, তবে তিনি রয়্যালসের বিরুদ্ধে পঞ্চম খেলোয়াড় হবেন যিনি এই কৃতিত্ব অর্জন করবেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ২০০৮-এর শ্রীসন্থ-হরভজনের ঝগড়ার কথা মনে করালেন সেহওয়াগ, কী বললেন ভাজ্জি?
দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ-
রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, কেএম আসিফ, যুজবেন্দ্র চাহাল।
পঞ্জাব কিংস: শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সিকন্দর রাজা, শাহরুখ খান, স্যাম কারান, নাথান এলিস, হারপ্রীত ব্রার, রাহুল চাহার, আর্শদীপ সিং।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here