বডি শেমিং! এ কেমন মজা? BPL-এ নাসিমের আচরণে ক্ষুদ্ধ নেটিজেনরা: ভিডিয়ো
২২ গজে ম্যাচ চলাকালীন মজার ঘটনা দেখা যায়। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ চলাকালীন দেখা যায় লেগ আম্পায়ারের দায়িত্বে থাকা এরাসমাস অন্যদিতে ঘুরে দাঁড়িয়ে আছেন। বুঝতেই পারেননি একটি বল হয়ে গিয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এবার তেমনই এক মজার ঘটনা ঘটল বাংলাদেশ প্রিমিয়র লিগের ম্যাচে। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম খুলনা টাইগার্সের ম্যাচে আজম খানকে মজা করে বিদ্রুপ করেন পাকিস্তানের পেসার নাসিম শাহ, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আজম যখন ক্রিজে হাঁটছিলেন, ঠিক তখনই নাসিম হাস্যকরভাবে তাঁর দিকে দৌড়ানোর চেষ্টা করেন। তবে হাসতে হাসতে সোজা তাঁকে একপাশে ঠেলে দেন উইকেটকিপার ব্যাটার। তবে আজমের মতো মজার ভঙ্গিতে ক্রিজে হাঁটতে হাঁটতে এগিয়ে যান এই পেসার। তাঁর পিছনে যে নাসিম মজার অঙ্গভঙ্গি করছেন তা জানতেনই না আজম খান। ঘটনাটি পুরো ধরা পড়ে ক্যামেরায়। স্টেডিয়ামে থাকা দর্শকরাও মজার হিসাবেই নেন।
আর এই ভিডিও ভাইরাল হতেই এক একজন সমর্থক তাদের নিজস্ব মতামত জানাতে শুরু করেছে। অনেকেই আবার এই ঘটনাকে মজার ছলে যেমন নিয়েছেন, ঠিক তেমনই সমালোচনাও করেছেন। এক সমর্থক টুইট করে লিখেছেন, ‘নাসিম শাহ আমাদের দেশবাসী আজম খানকে উপহাস করছেন। তাঁর চেহারার গঠন নিয়ে মজা করেছেন। এটা একেবারেই ঠিক কাজ নয়। এদিকে আজম খান ৪ বলে ১টি ওভার বাউন্ডারি ও ১টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন।’
অন্য এক সমর্থক টুইট করে লেখেন, ‘আমরা সবাই জানি নাসিম শাহ কতটা পরিপক্ক এবং নির্দোষ, তিনি হয়তো ভুল করেছেন। কিন্তু আমি নিশ্চিত তিনি এটাকে বডি শেমিং করতে চাননি। শাদব খান যখন আক্ষরিক অর্থে একই জিনিস করেছিলেন তখন আমি কোনও নেতিবাচক টুইট দেখিনি। নাসিমের প্রতি এত কঠোর হবেন না, সে শিখবে।’
নাসিম পাকিস্তান দলের তরুণ ক্রিকেটার। বয়স মাত্র ১৯ বছর। পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ১৫টি টেস্ট। উইকেট নিয়েছেন ৪২টি। পাশাপাশি ৫টি ওডিআই ম্যাচে নিয়েছেন ১৮টি উইকেট। এছাড়াও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন তরুণ এই পেসার।
For all the latest Sports News Click Here