বডিগার্ড মেরেছিল ধাক্কা,‘ভুল শুধরে’ ক্যাটরিনার বরকে বুকে টানলেন সলমন! রইল ভিডিয়ো
এ যেন জুতো মেরে গরু দান! আইফার আঙিনা থেকে সলমন-ভিকির নতুন ভিডিয়ো দেখে একথায় বলছে নেটিজেনরা। চলতিবার আইফার আসর বলেছে মরু শহর আবু ধাবিতে। সলমন খান পারফর্ম করবেন এই তারকখচিত অ্যাওয়ার্ড নাইটে, যা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ভিকি কৌশল। দু-দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সলমন-ভিকির একটি ভিডিয়ো। যেখানে দেখা যায় আইফার ব্যাকস্টেজে ভিকি কৌশল এগিয়ে গিয়ে সলমন খানের সঙ্গে কথা বলতে যান। কিন্তু ভাইজানের নিরাপত্তারক্ষীরা তাঁকে ঠেলে সরিয়ে দেন। ভাইাজান যেন ভিকিকে দেখেও চিনতে পারেননি এমন হাবভাব! আর তারপরই নেটপাড়া তুলোধনা করে সলমন খানকে।
ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে সাফাই দিয়েছেন ভিকি। তার মাঝেই সামনে এল আইফার গ্রিন কার্পেটের নয়া ভিডিয়ো, সেখানে দেখা গেল নিজে এগিয়ে গিয়ে ভিকিকে বুকে টেনে নিলেন সলমন খান। হ্যাঁ, সলমনের নিরাপত্তারক্ষীর ভিকিকে ধাক্কা মেরে সরানোর ভিডিয়ো এখন অতীত! এই ভিডিয়ো দেখে আপনি ভাবতে বাধ্য হবেন তিক্ত স্মৃতি ভুলে ক্যাটের বরকে আপন করে নিয়েছেন সলমন। ভিডিয়োয় দেখা মিলল গ্রিন কার্পেট দিয়ে হেঁটে আসছেন সলমন, সামনে দাঁড়িয়ে থাকা ভিকি সাক্ষাৎকারে ব্যস্ত ছিলেন। সলমন নিজেই এগিয়ে যান ভিকির দিকে, এরপর তাঁকে বুকে টেনে নেন। পিছন থেকে চিৎকার করে উঠে পাপারাৎজিরা।
অন্যদিকে বিতর্কিত ভিডিয়ো প্রসঙ্গে ভিকি বলেন, ‘কখনও কখনও ভিডিয়োতে যেমন দেখায় জিনিসগুলি তেমন হয় না। এক-একটা জিনিস বড্ড বেড়ে যায়। মানুষ কিছু জিনিস নিয়ে বেশিই কথা বলতে শুরু করে। এটা নিয়ে এত কথা বলার সত্যি কোনও অর্থ নেই।’
ভিকি আপাতত ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারে। এই ছবিতে নবাব নন্দিনী, সারা আলি খানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। ভিকি আবু ধাবিতে ব্যস্ত, দু-দিন আগে ছবির প্রচারে একাই কলকাতা ঘুরে গিয়েছেন সারা। ছবি মুক্তি পাবে ২ জুন। এই সিনেমায় সারা ও ভিকি ছাড়াও রয়েছেন রাকেশ বেদী, শারিব হাশমি, নীরজ সুদ সহ অন্যান্য অভিনেতারা।
অন্যদিকে সলমন কোমর বাঁধছেন ‘টাইগার ৩’ নিয়ে। এই ছবিতে ফের একবার ক্যাটরিনার সঙ্গে জুটিকে দেখা যাবে সল্লু মিঁয়াকে। টাইগার-জোয়ার অ্যাকশন, রোম্যান্সের কাহিনি দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। ছবির শ্যুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই। দিওয়ালিতে মুক্তি পাবে ‘টাইগার ৩’।
For all the latest entertainment News Click Here