বডিগার্ডের কীর্তিতে মেজাজ হারালেন সারা! প্রকাশ্যে ক্ষমাও চাইলেন সইফ কন্যা
ফের একবার নেটিজেনদের মন জিতে নিলেন নবাব কন্যা। সারা আলি খানের মানবিকতায় মুগ্ধ নেটপাড়া। সম্প্রতি ‘আতরঙ্গি রে’ ছবির প্রমোশ্যানাল ইভেন্টে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। অভিনেত্রীর ছবি তোলবার জন্য সাংবাদিকদের মধ্যে ঠেলাঠেলি চলছিল, সেইসময় নায়িকার এক দেহরক্ষী ধাক্কা মারেন এক সংবাদকর্মীকে। মুম্বইয়ের মিঠিবাঈ কলেজে ছবির প্রচারে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হন সারা। তবে চুপচাপ গাড়িতে উঠে যাননি সইফ কন্যা। উলটে নিজের বডিগার্ডের উপরই রেগে যান তিনি, সবার সমানে অন-ক্যামেরা সংবাদকর্মীদের কাছে ক্ষমা চান সারা।
সারাকে নিজের বডিগার্ডদের প্রশ্ন করেন, ‘উনি কোথায়? যাকে আপনারা ধাক্কা মারলেন? এটা একদম ঠিক হয়নি’। এরপর সারা সেখানে উপস্থিত অপর সাংবাদিকদের বলেন, ‘ওঁনাকে প্লিজ বলবেন আমি ক্ষমাপ্রার্থী, একদম ভুল কাজ করেছে। আমি দুঃখিত’। এরপর বডিগার্ডের উদ্দেশে তাঁর কড়া বার্তা, এমন কখনও কারুর সঙ্গে করবেন না।
সারার এই মানবিকতা দেখে প্রশংসার বন্যা নেটপাড়ায়। সকলেই বলছেন, মেয়েকে উচিত শিক্ষা দিয়ে বড় করেছেন অমৃতা। কেউ কেউ অবশ্য বলছে পুরোটাই পাবলিটির জন্য!
এদিন নিজের পছন্দের সাদা সালোয়ারে সেজে এই কলেজ ইভেন্টে সামিল হয়েছিলেন সারা। পরিচালক আনন্দ এল রাই-এর আতরঙ্গি রে-র ট্রেলারে ইতিমধ্যেই মুগ্ধ সকলে। এই ছবিতে সারার বিপরীতে থাকছে দুই হিরো, ধনুশ এবং অক্ষয় কুমার। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here