বড় স্বস্তি! পর্নোগ্রাফি মামলায় রাজ-পুনম-শারলিনের আগাম জামিন মঞ্জুর
আপাতত স্বস্তি রাজ কুন্দ্রার। শিল্পা শেঠির বরকে আগাম জামিন দিল দেশের সর্বোচ্চ আদালত। পর্নোগ্রাফির মামলা থেকে রাজ ছাড়া আরও চার জনকে আগাম জামিন দিল আদালত। এই চার জনের মধ্যে রয়েছেন শার্লিন চোপড়া, পুনম পাণ্ডেও।
রাজ-সহ বাকিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল, তাঁরা পর্নোগ্রাফি তৈরি করেন এবং সেগুলি ডিসট্রিবশনের সঙ্গে যুক্ত। সেই মামলাতেই আপাতত তাঁদের আগাম জামিন দিল সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার জাস্টিস কেএম জোসেফ এবং বিভি নাগরত্নের বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে। এবং তাঁদের তরফে বলা হয়েছে, দুই তরফের কথা শোনার পড়ে আগাম জামিন মঞ্চুর করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে একজনের তরফে আইনজীবী আর বসন্ত বলেছেন, চার্জশিট ইতিমধ্যেই ফাইল হয়ে গিয়েছে। এভং অভিযুক্তরা তদন্তে পুরোপুরি সাহায্য করছেন। ফলে আগাম জামিনের আবেদন করা হয়েছে। এর আগে অবশ্য সুপ্রিম কোর্ট রাজ কুন্দ্রাকে গ্রেফতার হওয়া থেকে বাঁচতে অন্তর্বর্তীকালীন নিরাপত্তা দিয়েছিল।
২০২১ সালের জুলাই মাসে রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার করা হয়। সেই বছরই পরের দিকে তিনি জামিনও পান না। ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় তাঁর বিরুদ্ধে আভিযোগ দায়ের হয়। যদিও রাজের আইনজীবী জানিয়েছিলেন, ওই ধরনের কোনও ভিডিয়ো বানানোর সঙ্গে রাজের কোনও সম্পর্ক নেই। যাঁরা সেই সব ছবিতে অভিনয় করেছিলেন বলে অভিযোগ, তাঁরাও বলেছিলেন, তাঁদের অনুমতি নিয়েই নাকি রাজ এই জাতীয় ভিডিয়ো শ্যুট করেন। সেই কথাটিও অসত্য বলে দাবি করেন রাজের আইনজীবী।
যদিও এসব ঘটনার পরে রাজ প্রকাশ্যে আসা কমিয়ে দেন। এবং সাংবাদিকদের সঙ্গেও কথা বলা বন্ধ করে দেন।
For all the latest entertainment News Click Here