বড় সংকট থেকে মুক্তি পেলেন সলমন, বম্বে হাইকোর্টের সিদ্ধান্তে স্বস্তি
সলমন খান এবং তার দেহরক্ষী নওয়াজ শেখের বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। ২০১৯ সালে সাংবাদিক অশোক পান্ডে সলমনের দেহরক্ষীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে একটি মামলা দায়ের করে। সেই অভিযোগই এবার খারিজ হয়ে গেল বম্বে হাইকোর্টে। এর আগে ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার বিচার হয়। সেখানে সলমন ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি শুরুর নির্দেশ দেয়। কিন্তু হাইকোর্ট সেই নির্দেশের বিরুদ্ধে গিয়ে দুজনকে আবেদনের সুযোগ দেয়।
আরও পড়ুন: কুড়ুলের কোপ মেরেই ‘জয় মাতা দি’ বলল আততায়ী! কী ঘটেছিল সেদিন? বললেন আমন
আরও পড়ুন: শাহরুখকে হারিয়ে দিয়েছেন তিনি, খবর শুনে ফারজি’র রাশি ভেবেছিলেন, পুরোটাই ধাপ্পা
২০১৯ সালে সাংবাদিক আশোক পান্ডে ও তার ক্যামেরাম্যান মিলে সলমন খানের সাইকেল তোলার দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। সেই মুহূর্তেই তাঁদের বাধা দেন সলমনের দেহরক্ষী। ওই সাংবাদিকের দাবি, তাদের শুধু বাধা দেওয়া হযনি। রীতিমতো মারধর করা হয়েছে। এই ঘটনার পর ডি এন নগর পুলিশে অভিযোগ জানাতে গিয়েছিলেন অশোক। কিন্তু সেখানেও তার অভিযোগ নেওয়া হয়নি। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে যেতেই গোপনে অভিযোগ নেওয়া হয়।
আরও পড়ুন: নেপোটিজম সব জায়গাতেই, কী করলে জায়গা হবে বলিউডে? টোটকা বাতলে দিলেন মনোজ বাজপেয়ী
আরও পড়ুন: অজয় দেবগনের ‘ভোলা’ দেখতে যাবেন? দেখার পরে বরের ছবি নিয়ে কাজল কী বলছেন, জেনে নিন
গত এপ্রিলে মামলাটি হাইকোর্টে ওঠে। তারপর থেকেই দফায় দফায় চলছিল শুনানি। মাননীয় বিচারপতি ভারত এইচ ডাঙ্গরের একক বেঞ্চে মামলাটির শুনানি চলে। এবার তাঁর বেঞ্চই রায় দিল এই মামলায়। এই দিন মামলার রায়ে বলা হয় একজন অভিনেতা হোক বা আইনজীবী, আদালতের বিচারপতি হন বা অন্য কেউ, তারও ব্যক্তিগত জীবন রয়েছে। এছাড়াও বলা হয় ম্যাজিস্ট্রেট আদালতে যে ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে বেশ কয়েকটি পদ্ধতি ঠিকভাবে অনুসরণ করা হয়নি। তার মধ্যে পুলিশি তদন্তও রয়েছে। পুলিশি তদন্ত ছাড়াই বয়ানের ভিত্তিতে আইপিসির ৫০৪ ও ৫০৬ ধারায় সলমনদের অভিযুক্ত করা হয়েছে। নিম্ন আদালতের সেই রায়ই এবার বাতিল করে দিল বম্বে হাইকোর্ট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here