বড় মাপের ব্যাটার এই বলে আউট হতে পারে কীভাবে? বাবরকে তীক্ষ্ণ প্রশ্ন সাংবাদিকের
শুভব্রত মুখার্জি: ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছে পাকিস্তান দল। সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে বাবর আজমদের হারিয়ে দিয়েছে ইংল্যান্ড দল। এরপরেই সাংবাদিক সম্মেলনে এসে এক পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নের খোঁচার মুখে পড়তে হয় পাক অধিনায়ক বাবরকে। সাংবাদিক স্পষ্ট ভাষায় বাবরকে প্রশ্ন করেন আপনার মতো এতবড় ব্যাটার কীকরে ওই বলটায় আউট হলেন? যা শুনেও মেজাজ হারাননি বাবর। হাসতে দেখা যায় তাঁকে।
সাংবাদিক সম্মেলনে বাবরকে তাঁর আউট হওয়ার ধরণ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক। তিনি বাবরকে প্রশ্ন করেন ‘কালকে আপনি যে বলটায় আউট হয়ে যান আপনার কী মনে হয় আপনি বলটা বুঝতে পেরেছিলেন? আপনার মতো বড় ব্যাটার কী করে ওই বলটায় আউট হলেন?’
যার উত্তরে বাবর মাথা ঠান্ডা রাখেন। হেসে ফেলেন হঠাৎ করেই। পাশাপাশি তিনি নিজের ভুলটাও স্বীকার করে নেন। তিনি বলেন ‘বিষয়টি এমন কিছুই নয়। আপনি যখন ভুল করবেন তখন তো আপনাকে আউট হতেই হবে তাই না। তবে আমার মতে আমি আশা করেছিলাম যে বলটা আসবে (দ্রুত)। তবে বলটা উইকেটে একটু থমকে গিয়েছিল। আর বলটা একটু থমকে গিয়েছিল বলেই গ্যাপ তৈরি হয়ে যায় (ব্যাট-প্যাডের মাঝে)। ফলে আমি ভুল শট খেলে ফেলি।’
প্রসঙ্গত দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতার জন্য কাঙ্ক্ষিত লক্ষ্য তাড়া করতে গিয়ে ৭৫ রান দূরেই আটকে গিয়েছিল পাকিস্তান দল। সেই ইনিংসেই বাবরের আউট নিয়ে প্রশ্ন তুলে দেন সাংবাদিক। ম্যাচের চতুর্থ ইনিংসে ঘটে ঘটনাটি। বাবর আজমের বিরুদ্ধে বল করছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। অফ স্ট্যাম্পের বাইরে থেকে ভিতরের দিকে ঢুকে আসা একটি শর্ট বলে আউট হন তিনি। বাবর বলের বাউন্সকে কাউন্টার করে শট খেলার চেষ্টা করেন। বল বাবরের ব্যাটের ভিতর দিকের কানায় লাগে। ওলি পোপ ক্যাচ তালুবন্দি করে তাঁকে প্যাভিলিয়নে ফেরান। ৯ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল। মুলতানের ২২ গজে মুখোমুখি হবে দুই দল।
For all the latest Sports News Click Here