বড় পর্দায় সুহানার সঙ্গী শাহরুখ? চর্চা ‘পাঠান’ পরিচালকের ছবিতে একসাথে বাবা-মেয়ে!
ফের একবার সিটবেল্ট বেঁধে নেওয়ার সময় এসেছে! ‘পাঠান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর এমনিতেই উত্তেজনায় ফুটছে শাহরুখ ভক্তরা। ‘পাঠান’-এর সাফল্যের মাঝেই নতুন ছবি নিয়ে ব্যস্ত শাহরুখ। সামনেই মুক্তি পাবে ‘জওয়ান’, অপেক্ষা তার টিজারের। এর ফাঁকেই মেয়ে সুহানার বলিউডে আত্মপ্রকাশ নিয়ে আবেগী শাহরুখ। মেয়ের প্রথম ছবি ‘দ্য আর্চিস’-এর প্রচারে এক ইঞ্চি জমি ছাড়ছেন না অভিনেতা। তার মাঝেই বলিপাড়ায় নতুন গুঞ্জন শাহরুখ-সুহানাকে ঘিরে। আরও পড়ুন-‘ফর্সারা ভারতীয় নয়? এটাও বর্ণবিদ্বেষ’, সুহানাদের ‘দ্য আর্চিস’ লুক নিয়ে সমালোচনা! জবাব জোয়ার
জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর সঙ্গে বলিউডে অভিনেত্রী হিসাবে সফর শুরু করেছেন শাহরুখের ‘বেবি’ সুহানা। মন্নতের রাজকুমারীর প্রথম ছবি সরাসরি মুক্তি পাবে নেটফ্লিক্সে। খবর, প্রথম ছবি মুক্তির আগেই একাধিক ছবির অফার রয়েছে সুহানার হাতে। পিঙ্কভিলা সূত্রে খবর, বলিউডে শুরুটা একা একা করলেও, বড় পর্দায় বাবার হাত ধরেই যাত্রা শুরু হবে সুহানার। হ্যাঁ, সূত্র বলছে ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় একসঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ-সুহানা। সেই ছবি প্রযোজনার দায়িত্বে থাকবে শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স।
‘পাঠান’-এর পর সিদ্ধার্থে মুগ্ধ শাহরুখ। তাই বাদশা নাকি একান্তভাবেই চান মেয়ে সুহানার বড় পর্দার সফর শুরু হোক সিদ্ধার্থের পরিচালনায়। এখনও ঠিক হয়নি ছবির নাম, তবে প্রি-প্রোডাকশনের কাজ নাকি শুরু হয়ে গিয়েছে। সূত্র বলছে, সব ঠিক থাকলে বছর শেষে ‘ডাঙ্কি’র কাজ শেষ করেই এই ছবির কাজে হাত দেবেন শাহরুখ।
এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ‘ছবির বিষয়বস্তটাই এমন যার জন্য সুহানার সঙ্গে শাহরুখ একদম মানানসই। তবে ছবি নিয়ে এখন সবটাই আড়ালে রাখা হচ্ছে। পেশাদারভাবে প্রথমবার একজোট হতে পেরে বাবা-মেয়ে দুজনেই খুশি’। ফ্যানেদের কানে এই গুঞ্জন পৌঁছাতেই উত্তেজিত শাহরুখ অনুরাগীরা। এর আগে ডিয়ার জিন্দেগি ছবিতে আলিয়ার মেন্টরের রোলে দেখা মিলেছিল শাহরুখের, এবারও তেমনই কিছু ঘটতে পারে বলে আশা তাঁদের। কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘এটা হল পরিবার নিয়োগ যোজনা’। আবার কেউ লেখেন- ‘সুহানা খুব লাকি এত সাপোর্টিভ বাবা পেয়েছে। একসঙ্গে দুজনকে দেখার অপেক্ষায়’।
ছেলে আরিয়ানের সঙ্গে ইতিমধ্যেই স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ। ছেলের পোশাক বিপণী সংস্থার মুখ হিসাবে দেখা গিয়েছে কিং খানকে। ওই বিজ্ঞাপন পরিচালনাও করেছেন আরিয়ান। বাবা-ছেলের যুগলবন্দির পর এবার পালা বাবা-মেয়ের একসঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়ার।
প্রসঙ্গত, নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’। আমেরিকার রিভারডেল হাইস্কুলের পড়ুয়া– বেটি, ভেরোনিকা, আর্চিরা জোয়ার হাত ধরে আসছে মায়ানগরীতে। ছবির গল্প মার্কিন কমিক ‘দ্য আর্চিস’ থেকে অনুপ্রাণিত হলেও চরিত্রগুলো গড়ে তোলা হয়েছে ৬০-এর দশকের ভারতের প্রেক্ষাপটে। ছবিতে ভেরোনিকার ভূমিকায় রয়েছেন সুহানা। শাহরুখ কন্যার পাশাপাশি এই ছবিতে থাকছেন আরও দুই স্টার কিড– খুশি কাপুর (শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে) এবং অগস্ত্য নন্দা (বচ্চনের নাতি)।
For all the latest entertainment News Click Here