বড় পর্দায় দুই নতুন মুখ, ‘দিশাহীন মন আমার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে লাড্ডুও
জয়দীপ মণ্ডলের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি। নাম ‘দিশাহীন মন আমার’। এই ছবির হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখছেন দুই নতুন অভিনেতা-অভিনেত্রী, রোহান গামামীর ও ব্রততী পাল। বাংলা ইন্ডাস্ট্রি পাবে দুই নতুন মুখকে।
নতুন ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন পার্থসারথি চক্রবর্তী, দেবাশিষ গঙ্গোপাধ্যায়,অভীক ভট্টাচার্য, রাজু মজুমদার-এর মতো অভিনেতারা। আরও মুখ্য চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী ইউহান খান, অঙ্গীরা ভট্টাচার্য ও লাড্ডু। ডান্স ডান্স জুনিয়র-এর সঞ্চালক ছিল লাড্ডু।
ছবির গল্পটা এগিয়েছে এক শিশুকে নিয়ে। স্কুলে পড়ার সময় এক দুর্ঘটনায় বাবা-মাকে হারায় অভি। এরপর রাস্তায় রাস্তায় মাউথ অরগ্যান বাজিয়ে দিন কাটতে শুরু করে তার। এই সময় তার বন্ধুত্ব হয় অমৃতার সঙ্গে। অমৃতা একটি প্রতিষ্ঠিত বাড়ির ধনী পরিবারের মেয়ে। সময়ের সঙ্গে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। অভি অমৃতাকে মাউথ অরগ্যানে গান বাজাতে শেখায়, অমৃতা তাকে শেখায় পড়াশোনা।
আরও পড়ুন: মিস ইউনিভার্সের মঞ্চে ভারতীয় সুন্দরী দিভিতা, মডেল-প্রতিযোগীর আসল পরিচয় কী জানেন
এরপর পড়াশোনার জন্য বিদেশ পাড়ি দেয় অমৃতা। সময় পেরোয়, এক নিঃসন্তান বাবা-মা নিজের ছেলে হিসাবে দত্তক নেয় অভিকে। বড় হয়ে অভি এবং অমৃতা অজান্তেই ভর্তি হয় একই কলেজে। এরপরই গল্পে নতুন মোড় আসে। কোনদিকে যাবে অভি আর অমৃতার জীবন কাহিনি? দুজনের ছোটবেলার বন্ধুত্ব কি পূর্ণতা পাবে? সবটাই উত্তর মিলবে ‘দিশাহীন মন আমার’-এ।
পরিচালক জয়দেব মণ্ডল জানিয়েছেন, এটি পুরোপুরি একটি বাণিজ্যিক ছবি, যেখানে নতুন মুখ হিসাবে দর্শক দুজন হিরো-হিরোইন উপহার পাবেন।
ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন বিনোদ রাঠোর। ছবির শ্যুটিং হয়েছে কলকাতার বাইরে। অভিজ্ঞান ভট্টাচার্যের প্রযোজনায় নটরাজ প্রোডাকশন ক্রিয়েশন-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবির।
For all the latest entertainment News Click Here