বড় পর্দায় টেলি নায়িকাদের ভিড়, সৌমিতৃষাদের থেকে কেন পিছিয়ে ‘পর্ণা’ পল্লবী?
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকা পল্লবী শর্মা। দীর্ঘদিন সিরিয়ালপ্রেমীদের কাছে ‘জবা’ হিসাবেই পরিচিত ছিলেন পল্লবী, এখন তাঁকে সকলে চেনে পর্ণা নামে। ‘কে আপন কে পর’-এর মতো ব্লকবাস্টার মেগা উপহার দেওয়ার পর মাঝে বেশ কয়েকমাসের বিরতি নিয়েছিলেন পল্লবী, ‘নিম ফুলের মধু’র সঙ্গে তাঁর কামব্যাক পুরোপুরি সফল। টিআরপি তালিকায় দারুণ রেজাল্ট করছে এই মেগা। কিন্তু এতকিছুর মাঝেও পল্লবী শর্মা ভক্তদের মনে হামেশাই একটা প্রশ্ন চাগাড় দেয়, কেন বড় পর্দায় দেখা যাচ্ছে না পল্লবীকে।
টলিউডের বহুদিনের ধারা ছোটপর্দা থেকে নায়িকাদের বড় পর্দায় উত্তরণ। সাম্প্রতিক সময়ে যেন এটি জলভাত হয়ে দাঁড়িয়েছে। ছোটপর্দার অন্যতম চর্চিত নায়িকা শ্বেতা ভট্টাচার্যকে দেখা গিয়েছে ‘প্রজাপতি’ ছবিতে দেবের নায়িকা হিসাবে, আবার যিশু সেনগুপ্তর ‘বাবা,বেবি ও’তে কাজ করেছেন শোলাঙ্কি রায়। দেবের আসন্ন ছবি ‘প্রধান’-এর লিডিং লেডি টেলিভিশনের হার্টথ্রব নায়িকা সৌমিতৃষা কুণ্ডু, ওদিকে আবার জিতের প্রোডাকশনে ‘বুমেরাং’-এ সত্য়ম ভট্টাচার্যের নায়িকা হিসাবে বড়পর্দায় দেখা মিলবে দেবচন্দ্রিমা সিংহ রায়ের। কিন্তু কেন সমসাময়িক নায়িকদের চেয়ে এই মামলায় পিছিয়ে পড়ছেন পল্লবী?
অভিনেত্রী জানান, বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্মে কাজের প্রচুর সুযোগ এসেছে তাঁর কাছে। এক সাক্ষাৎকারে পল্লবী বলেন, ‘আমি সুযোগ পাইনি। কারণ যবে থেকে সিরিয়ালের যাত্রা শুরু করেছি, আমি চ্যানেলের সঙ্গে চুক্তিতে থেকেছি, ফাঁকা সময়ই পাইনি। আমার পক্ষে বেরিয়ে গিয়ে অন্য প্রোজেক্টে হাত দেওয়ার সময় হয়নি। একটা প্রোজেক্ট শুরু হওয়ার পর সময় হাতেও থাকে না যে একটা ছবি করব বা ওয়েব সিরিজ করব।’ টেলিটককে অভিনেত্রী বলেন, শেষ পাঁচ বছর আমি কে আপন কে পর করেছি। তারপরেও চ্যানেল কনট্র্যাক্টে ছিলাম, সেটা শেষ হয়েছে আমি এখানে নিম ফুলের মধু শুরু করেছি। সেইভাবে সুযোগ-সময় কোনওটাই হয়ে ওঠেনি। সেটা পেলে ভবিষ্যতে নিশ্চয়ই করব’।
সম্প্রতি সিরিয়ালের আউটডোর শ্যুটিংয়ে পা ভেঙেছে পর্ণার নায়ক সৃজনের। সেই নিয়ে পল্লবী বলেন, ‘একটা সিন ছিল আমরা বাসের উপর নাচ-গান করছি, গুণ্ডাদের চোখ এড়িয়ে পালাচ্ছি। আমরা সব-রকম প্রোটেকশন নিয়েই কাজ করি, কিন্তু বিপদ তো বলে কয়ে আসে না। বাস থেকে লাফ দিয়ে নামার একটা দৃশ্য ছিল। কোনওভাবে উচ্চতা ঠিক বুঝে উঠতে পারেনি রুবেল, ওর পা-টা মুচকে গিয়েছে কিংবা নীচটা অসমতল ছিল সেই কারণে… ও এমনভাবে পড়েছে যে পায়ে চোট লাগে। আমরা ভেবেছিলাম হয়ত সেরে যাবে। কিন্তু রুবেল উঠে দাঁড়াতেই পারছিল না ঠিকভাবে, ওই অবস্থাতেও দুটো শট দেয় ও। পরে এক্স রে-তে ধরা পড়ল দুটো পা-তেই চিড় ধরেছে’।
রুবেলকে নিয়ে বেজায় উদ্বিগ্ন গোটা নিম ফুলের মধু পরিবার। পাশাপাশি নায়ককে ছাড়া আগামিদিনে গল্প এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জও রয়েছে সকলের সামনে। আপতত দেড় মাস বিশ্রামে থাকতে হবে রুবেলকে।
For all the latest entertainment News Click Here