বড় ধাক্কা খেল বাংলাদেশ, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন এবাদত হোসেন
শুভব্রত মুখার্জি: দেশের মাটিতে রশিদ খানদের দেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হারতে হয়েছে বাংলাদেশকে। সিরিজের মাঝেই ওয়ানডেতে টাইগারদের অধিনায়ক তামিম ইকবালের অবসর নেওয়া নিয়েও চলেছে বিস্তর নাটক। আর এমন আবহেই ফের খারাপ খবর এল টাইগারদের জন্য। হাঁটুর চোট গুরুতর হওয়ার কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন দলের অন্যতম প্রিমিয়র পেসার এবাদত হোসেন।
তবে আফগানিস্তানের বিপক্ষে শুধুমাত্র টি-২০ সিরিজ নয়, শেষ ওয়ানডে ম্যাচেও খেলা হবে না তাঁর। পাশাপাশি গোটা টি-২০ সিরিজ থেকেই ছিটকে গেলেন এবাদত হোসেন চৌধুরি। দ্বিতীয় ওয়ানডে-তে আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ের সময় তিনি বাঁ-হাঁটুতে চোট পান। ফলে বাংলাদেশে, আফগানদের চলতি সফরে আর খেলা হবে না টাইগার পেসারের।
আরও পড়ুন: প্রথম ইনিংসে ২৩ রানে ৬ উইকেট পড়ে, সেখানেই পিছিয়ে পড়ি- ব্যাটারদের দুষলেন কামিন্স
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি রবিবার নিশ্চিত করেছে এবাদতের টি-২০ সিরিজ এবং শেষ ওয়ানডে থেকে ছিটকে যাওয়ার খবরটি। চোটের গুরুত্ব বুঝে আর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তারা ইতিমধ্যেই চোটের অবস্থা বুঝতে এমআরআই করিয়েছে। দলের ফিজিয়ো মুজাদ্দেজ আলফা জানিয়েছেন, জাতীয় দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন এবাদত হোসেন।
আরও পড়ুন: ৭৫ করে দলকে জেতালেন ব্রুক, সঙ্গে গড়ে ফেললেন দ্রুততম হাজার রানের রেকর্ড
বিসিবি-র তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ‘এমআরআই রিপোর্ট থেকে জানা গিয়েছে, এবাদতের হাঁটুর চোট তেমন কোনও গুরুতর চোট নয়। আমরা আশা করছি, দু’সপ্তাহের মধ্যেই এবাদত সম্পূর্ণ ফিট হয়ে যাবেন। পুনর্বাসন প্রক্রিয়ার জন্য দলের সঙ্গেই থাকছেন তিনি।’
প্রসঙ্গত শনিবারে আফগান ম্যাচে নিজের শেষ ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে সমস্যায় পড়েন এবাদত। রান আপে ছুটে আসার সময়ে আম্পায়রের সঙ্গে লেগে যায় তাঁর ডান হাতের কনুই। সঙ্গে সঙ্গে রান আপেই থমকে দাঁড়িয়ে যান তিনি। পরবর্তীতে ভারসাম্য হারিয়ে পড়ে যান পিচের উপরেই। শুরুতে হাঁটুতে হাত দিয়ে বসে থাকতে দেখা যায় তাঁকে। কিছুক্ষণ পর ফিজিয়োর পাশে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে মাঠ ছাড়তে হয় তাঁকে। আফগান সিরিজের প্রথম ম্যাচেও দলে ছিলেন না এবাদত। দ্বিতীয় ম্যাচে দলে ফিরেছিলেন তিনি। তার পরেই ঘটে যায় বিপত্তি।
For all the latest Sports News Click Here