বড় দায়িত্ব নিতে প্রস্তুত, আফগানিস্তান T20 দলের নেতৃত্ব পেয়ে বললেন রশিদ খান
আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে টি-টোয়েন্টিতে অধিনায়ক করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাঁর নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে। অভিজ্ঞ মহম্মদ নবির পদত্যাগের পর দায়িত্ব পেয়েছেন রশিদ খান। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদত্যাগ করেছিলেন নবি। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে রশিদ খানকে। শেষবার তিনি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে নেতৃত্ব পেয়েছিলেন। কিন্তু ২০ মিনিটের পরে এই পদ থেকে পদত্যাগ করেছিলেন রশিদ খান।
আরও পড়ুন… পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ২০০ করেই কেন উইলিয়ামসন ভাঙলেন ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড
২০২১ সালে আফগানিস্তান যখন স্কোয়াড ঘোষণা করেছিল তখন রশিদকে অধিনায়ক নিযুক্ত করা হয়েছিল। দল ঘোষণার ২০ মিনিট পর রশিদ পদত্যাগ করেন, এই বলে যে দল নির্বাচন তাঁর সঙ্গে পরামর্শ না নিয়েই করা হয়েছিল। তার পর অধিনায়কত্ব দেওয়া হয় নবির হাতে। এবার রশিদকে অধিনায়ক করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তার অনেক প্রতিভা রয়েছে এবং তিনি দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মিরওয়াইজ আশরাফ এক বিবৃতিতে বলেছেন, ‘রশিদ খান আফগানিস্তানের ক্রিকেটে একটি বড় নাম। তার বিশ্বজুড়ে ফর্ম্যাটে খেলার অসাধারণ অভিজ্ঞতা রয়েছে, যা তাঁকে দলকে ফর্ম্যাটে একটি নতুন স্তরে নিয়ে যেতে সক্ষম করবে। সাহায্য করবে।’ তিনি আরও বলেন, ‘রশিদ খানের ইতিমধ্যেই তিনটি ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং আমরা তাঁকে আবার টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি। আমি নিশ্চিত তিনি শীর্ষে উঠে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবেন।’
আরও পড়ুন… অনভিজ্ঞতা ডুবিয়েছে দলকে- দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেনে ডিন এলগারের অকপট স্বীকারোক্তি
টি-টোয়েন্টি সুপারস্টার রশিদ খান বলেছেন, জাতীয় দলের অধিনায়কত্ব করা অনেক সম্মানের। তিনি বলেন, ‘অধিনায়কত্ব একটি বিশাল দায়িত্ব। আমার দেশকে প্রথম নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। দলে অনেকে রয়েছে যাদের সঙ্গে আমার ভালো বোঝাপড়া আছে এবং আমি তাদের সঙ্গে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা এক সঙ্গে থাকার চেষ্টা করব, জিনিসগুলিকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করব এবং আমাদের দেশের জন্য গর্ব ও সুখ নিয়ে আসব।’ রশিদ খান সকলকে ধন্যবাদ দিয়ে টুইট করে জানিয়েছেন, ‘বড় দায়িত্ব এবং আরও বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
রশিদ এখন পর্যন্ত ৭৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এই ফর্ম্যাটে তার নামে ১২২টি উইকেট রয়েছে। টিম সাউদি (১৩৪ উইকেট) এবং শাকিব আল হাসানের (১২৮) পর তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি। ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমির শাহিতে সফর করবে আফগানিস্তান। এই সময়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা হবে তারা।
রশিদ খান ২০১৫ সাল থেকে বিশ্বজুড়ে ১৫টি ভিন্ন দলের হয়ে ৩৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য অনেক বেশি চাওয়া হয়েছে। ডোয়াইন ব্র্যাভোর (৬১৪ উইকেট) পর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া দ্বিতীয় বোলার তিনি। রশিদ নিয়েছেন ৪৯১টি উইকেট।
For all the latest Sports News Click Here