‘বড় টুর্নামেন্টে ভালো খেলিনি আমরা’, তাও T20 বিশ্বকাপের আগে চিন্তিত নন সৌরভ
শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপ খেলতে আর কয়েকদিন পরেই রওনা দেবে ভারতীয় দল। তার আগে ভারতীয় দল খেলবে আর পাঁচটি টি-২০ ম্যাচ। তার মধ্যে বৃহস্পতিবার অজিদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেই মুখোমুখি হয়েছে ভারতীয় দল। গত টি-২০ বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পরে ভারতীয় দল মুখিয়ে রয়েছে এই বিশ্বকাপে ভালো ফল করতে। তবে বিশ্বকাপের আগে ভারতের টি-২০ পারফরম্যান্স খুব একটা আশাপ্রদ নয়। আর সেই বিষয়টিই এবার মুখ খুলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন ১-২টো ম্যাচে হার নিয়ে চিন্তিত না। তবে আমরা খুব একটা ভালো খেলিনি। ট্রফি খরা নিয়ে এমনটাই মন্তব্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ‘রোহিত শর্মার জয়ের শতকরা হার যদি দেখি তাহলে দেখব ও ৮০ শতাংশ ম্যাচে অধিনায়ক হিসেবে জয় পেয়েছে। ভারত তাদের শেষ ৩-৪ টি ম্যাচ হেরেছে। তবে তার আগে ও ভারতকে ৩৫-৪০ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছে। হেরেছিল মাত্র ৫-৬ টি ম্যাচ। আমি নিশ্চিত বিষয়টি নিয়ে রোহিত এবং রাহুল (দ্রাবিড়) দুজনেই নিশ্চিতভাবে চিন্তিত। তারা দল এবং গোটা বিষয়টি নিয়ে চিন্তিত। আমি নিশ্চিত এই দল আরও উন্নতি করবে। আমি একটা বা দুটো হার নিয়ে চিন্তিত না। তবে এটাও ঠিক বড় টুর্নামেন্টগুলোতে আমরা ভালো খেলিনি। আমাদেরকে বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে।’
তিনি আরও যোগ করেন ‘দল ২-৩ সপ্তাহ (টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে) আগেই ওখানে যাচ্ছে। ফলে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ওদের ও সুবিধা হবে। ওরা অনুশীলন ম্যাচও খেলার সুযোগ পাবে।’ বিরাট কোহলি প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ‘বিরাটের ফর্মে ফেরাটা খুব ভালো খবর। এশিয়া কাপে ও ফর্মে ফিরেছে সেটা খুব ভালো বিষয়। আশা করছি ও নিজের ধারাবাহিকতা বজায় রাখবে।’
ঝুলন গোস্বামী সম্বন্ধে বলতে গিয়ে সৌরভ জানিয়েছেন ‘নিঃসন্দেহে একজন কিংবদন্তি ও (ঝুলন)। ওর কেরিয়ারটা দুর্দান্ত। ওর প্রায় ৪০ বছর বয়স এখন। মহিলা ক্রিকেটে ওর অবদান অনস্বীকার্য। ও একজন রোল মডেল। ও শনিবার লর্ডসে নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলবে। ওর সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত যখন ও লর্ডসে নিজের কেরিয়ার শেষ করবে। ও একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার।’
প্রসঙ্গত ভারত, অস্ট্রেলিয়ার কাছে প্রথম টি-২০ ম্যাচে হেরে গিয়েছে। বোলারদের ব্যর্থতাকেই এই হারের জন্য দায়ী করেছেন অধিনায়ক রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়া অনবদ্য ইনিংস খেলেন। ৩০ বলে করেন অপরাজিত ৭১ রান। ভারত ২০৮ রান করেও ম্যাচ বাঁচাতে পারেনি। ক্যামেরুন গ্রীন এবং ম্যাথু ওয়েডের দুরন্ত ইনিংসে ভর করে ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া।
For all the latest Sports News Click Here