বড় ঘোষণা! সোনাদা-ঝিনুক-আবির এবার খুঁজবে কর্ণসুবর্ণের গুপ্তধন, কবে মুক্তি ছবির?
প্রায় তিন বছর পর ফিরছে সোনাদা। মানে আবার ফিরছে ঝিনুক-আবিরের দুষ্টুমিষ্টি প্রেম। ইতিমধ্যেই এই রহস্য রোমাঞ্চ সিরিজ মন কেড়ে নিয়ে দর্শকদের। প্রথম দুটি পার্ট ভালো হিট। গুপ্তধন ফ্রাঞ্চাইসির তৃতীয় ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ মুক্তি পাবে পুজোতে। আর এই ভালো খবরটা এল বৃহস্পতিবারে। আগের দুবারের মতোই সোনাদার ভূমিকায় থাকছেন বং ক্রাশ আবির চট্টোপাধ্যায়, আবিরের চরিত্রে দেখা মিলবে অর্জুন চক্রবর্তীর আর ঝিনুক ইশা সাহা।
‘হিস্ট্রির প্রফেসর’ সুবর্ণ সেন ওরফে সোনাদা আলাদা করে মানুষের মনে দাগ কেটেছে। ফেলুদা-ব্যোমকেশের থেকে এই চরিত্র এক্কেবারে আলাদা। ঠিক যেন রক্ত মাংসের একটা মানুষ, যাকে ভীষণ করে আপন করে নিতে পেরেছে দর্শকরা। বুধবার প্রযোজনা সংস্থা এসভিএফের তরফ থেকে শেয়ার করা হল মোশন পোস্টার। ‘সোনাদা ঝিনুক আবির ফিরলো আবার, রহস্য কাহিনীর মোড় ঘুরবে এবার!’, লিখল এসভিএফ। সঙ্গে জানা গেল ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবি। আরও পড়ুন:মহালয়ায় দেবী দুর্গার সাজে শুভশ্রীকে দেখে চটল মিঠাই-ভক্ত, ‘অভিনয় পারে না, শুধু…’
আগের দুটো পার্টে ছিল ‘গুপ্তধনের সন্ধানে’ এবং ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় গত বছর এক সাক্ষাৎকারে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘গুপ্তধন সিরিজ সবসময়ই আমার মনের খুব কাছের। বাংলা মেইনস্ট্রিম ছবির সঙ্গে আমার যাত্রাই শুরু হয়েছিল গুপ্তধনের সন্ধানের সঙ্গে। আমার এটা ভেবে সত্যি ভালো লাগে যে ‘গুপ্তধনের সন্ধানে’ এবং ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ দুটো ছবিই দর্শক পছন্দ করেছে, এবং সেটাকে ভালোবাসা দিয়েছে। তিন বছর ছবি ঘিরেও দর্শকদের একইরকম আশা রয়েছে, আশা করছি সেই প্রত্যাশা পূরণে আমরা সফল হব।’ আরও পড়ুন: নিজের ছেলেকেই কোলে নেওয়ার অনুমতি ছিল না দিয়া মির্জার, আড়াই মাস ছিলেন দূরে দূরে
ধ্রব আরও জানিয়েছিলেন, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন আরও বড় স্কেলে তৈরি হবে। ছবির লুক অ্যান্ড ফিল, সবকিছুর মধ্যেই একটা অভিনবত্ব আনার চেষ্টা করব। এতোদিন মানুষ কেবল শুনে এসেছে এই গুপ্তধনের কাহিনি। বাংলার প্রচলিত এই লোকগাথাকে ইতিহাসের সঙ্গে মিশিয়ে পরিবেশন করব বড়পর্দায়। আমি নিশ্চিত এই ছবি সবার পছন্দ হবে।’
ছবির ফার্স্ট লুক দেখে উত্তেজনা চেপে রাখতে পারেননি নেট-নাগরিকরা। একজন লিখলেন ‘জলদি ট্রেলার দিন’। অপরজন লিখলেন, ‘ফাটাফাটি… সোনাদা ফেরত এসেছে। এবার আরও মজা হবে।’ একজন আবার অনুরোধ জানিয়েছেন তিনি দেখাতে চান সীমন্তি সরকারকে, ওই যার নাম নিয়ে সোনাদার সঙ্গে মস্করা করে আবীর আর ঝিনুক।
For all the latest entertainment News Click Here