বড় অঙ্কে চেন্নাইয়িন থেকে তরুণ বাঙালি স্ট্রাইকার ছিনিয়ে নিতে চলেছে ইস্টবেঙ্গল
দল বদলের বাজারে ফের বড় চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল। জানা গিয়েছে, রহিম আলি নাকি এবার লাল-হলুদে যোগ দিতে চলেছেন। চেন্নাইয়িন এফসি থেকে বাঙালি তরুণ স্ট্রাইকারকে তুলে আনতে প্রায় সক্ষম হয়েছে ইস্টবেঙ্গল। সব কিছু ঠিক থাকলে আসন্ন মরশুমে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ভারতীয় সদস্য সম্ভবত এবার লাল-হলুদ জার্সিতেই খেলবেন। ২৩ বছরের বাঙালি স্ট্রাইকারের সঙ্গে নাকি প্রায় দেড় কোটির চুক্তি হয়েছে লাল-হলুদের। গত পাঁচ বছর ধরে চেন্নাইয়িন এফসিতেই ছিলেন রহিম।
২০১৯ সাল থেকে চেন্নাইয়িন এফসিতে ছিলেন। এই দলের সঙ্গেই রহিমের ২০২৪ পর্যন্ত চুক্তি ছিল। জানা গিয়েছে, সেই চুক্তি ভেঙেই লাল-হলুদে যোগ দিচ্ছেন তিনি। আর তাঁকে নেওয়া হচ্ছে পুরো ট্রান্সফার ফি দিয়েই। এবার ইস্টবেঙ্গল সুমিত পাসিকে ছেড়ে দিয়েছে। নওরেম মহেশ, মোবাশির রহমানের মতো উঠতি প্রতিভারা থাকলেও, একজন ভারতীয় পজেটিভ স্ট্রাইকারকে দলে নিতে চেয়েছিল লাল-হলুদ। যে কারণে জাতীয় দলের উঠতি প্রতিভাকে সই করানোর ভাবনা ইস্টবেঙ্গলের।
ইছাপুরের রহিম আইএসএলে ভালো খেলেই নজরে পড়েন ইগর স্টিম্যাচের। তা পর ডাক পান জাতীয় দলেও। সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপেও তিনি নজর কেড়েছেন। আর সে কারণেই নাকি ইস্টবেঙ্গল তড়িঘড়ি বড় অঙ্কের টাকায় সই করিয়ে ফেলেছে রহিম আলিকে। এমনটাই জানা গিয়েছে।
রহিম সেন্টার ফরোয়ার্ড হিসাবেও যেমন খেলতে পারেন, তেমনই উইং পজিশনে খেলতেও সমান স্বছন্দ রহিম আলি। ইস্টবেঙ্গল রহিম আলিকে নিতে পারলে, ক্লেটন, মহেশের সঙ্গে তিনি লাল-হলুদের অন্যতম সেরা আক্রমণ ভাগ তৈরি করতে পারবেন। এ দিকে রহিমকে দলে নেওয়ার ফলে, সুহেরকে চেন্নাইয়িনে পাঠাতে হবে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে প্রথমে কথা হয়েছিল, রহিমের জন্য শুদু ট্রান্সফার ফি দিলেই হবে না, ফুটবলার অদল-বদল করতে হবে।
For all the latest Sports News Click Here