বড়পর্দায় ফের জেমস ক্যামেরনের ম্যাজিক! প্রথম দিনেই অবতার ছুঁলো ৪০ কোটির গণ্ডি
১৬ ডিসেম্বর ভারতে মুক্তি পেল ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’। আর মুক্তি পেতে না পেতেই বাজিমাত করল এই ছবি। যে হলের দিকেই তাকাও না কেন সেটাই হাউজফুল! টিকিট পাওয়া দায় হয়ে গিয়েছে। জেমস ক্যামেরনের ম্যাজিক আরও একবার বক্স অফিসে চলল। প্রথমদিনই এই ছবিটি ভারতীয় বক্স অফিসে ৩৮ থেকে ৪০ কোটি টাকা রোজগার করল। অর্থাৎ মুক্তি পেতে না পেতেই ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, এবং ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এর সমস্ত রেকর্ডকে ভেঙে গুড়িয়ে দিল। তবে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির রেকর্ডকে ভাঙতে পারেনি এই ছবি।
ভারতে মুক্তি পাওয়ার পর প্রথমদিন ‘অ্যাভেঞ্জার্স:ইনফিনিটি ওয়ার’ ৩১ কোটি টাকা কামিয়েছিল, ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ আয় করেছিল ৩২ কোটি। অন্যদিকে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ৫৩ কোটি টাকার ব্যবসা করে প্রথমদিন সর্বকালীন রেকর্ড গড়েছিল যা আজও কেউ ভাঙতে পারেনি। ‘অবতার: ১’ ছবিটি গোটা বিশ্বের সব থেকে সফল ছবি ব্যবসার নিরিখে। এটি বিশ্বজুড়ে মোট ২.৯ বিলিয়ন ডলার কামিয়েছিল।
‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবিটিতে দেখা যাবে একটি চাঁদের গল্প, যার নাম প্যান্ডোরা। আর সেখানকার বাসিন্দারা অর্থাৎ না’ভি হিউম্যানয়েড রেস বিপন্ন হতে বসেছিল উপনিবেশ গড়ে ওঠার কারণে। যাঁরা এই ছবিটি দেখেছেন, তাঁরা এবং ছবি সমালোচকদের ৮০ শতাংশই এই ছবি দেখার কথা বলেছেন। এতটাই ভালো লেগেছে তাঁদের এই ছবি। একটি রিভিউ সাইট, রটেন টম্যাটোজের তরফে জানানো হয়েছে, এটি একটি ছবির থেকে অনেক বেশি অনুভূতি এবং অভিজ্ঞতা।
ছবি মুক্তি পেতে না পেতেই বিশ্বজুড়ে এই ছবি সমালোচকদের থেকে দুর্দান্ত রিভিউ পেতে শুরু করেছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে ছবিটি বেশ ভালো ব্যবসা করবে। ছবিটির টিকিটের চাহিদা এতটাই বেশি যে আইম্যাক্সের একটি সাধারণ সিটের টিকিটের দাম পৌঁছেছে ২,৫০০ টাকায়!
আশা করা হচ্ছে ছবিটি রবিবারের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডায় ১৪৫ থেকে ১৭৯ মিলিয়ন ডলার রোজগার করে ফেলবে। আরও বেশ কয়েকশ কোটি গোটা পৃথিবী জুড়ে। তেমনটাই আভাস দিয়েছে বক্স অফিস প্রো।
ডিজনির ইতিহাসে এটা অন্যতম ছবি হয়ে থাকল যা একসঙ্গে এতগুলো জায়গায়, এতগুলো হলে মুক্তি পেল। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার ১২,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি। আর বিশ্বজুড়ে ৪০,০০০ এরও বেশি হলে এসেছে অবতার। এটি একটি তিন ঘণ্টার বেশি সময়ের ছবি।
For all the latest entertainment News Click Here