বড়পর্দায় গান্ধী-গডসের ইতিহাস, সেই ঘটনা নিয়ে পরিচালনায় ফিরছেন রাজকুমার সন্তোষী
রাজকুমার সন্তোষী ফের ফিরছেন তাঁর নতুন ছবি নিয়ে। নয় বছর পর নতুন ছবি নিয়ে আসছেন এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। রাজকুমার সন্তোষীর এই ছবিতে উঠে আসবে এক ঐতিহাসিক গল্প। তাঁর নতুন প্রজেক্টের নাম ‘গান্ধী গডসে এক যুদ্ধ’। এই ছবির প্রেক্ষাপট হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময়।
রাজকুমার সন্তোষী এর আগে ভারতকে একাধিক দারুন দারুন ছবি উপহার দিয়েছেন, এর মধ্যে আছে ‘ঘায়াল’, ‘দামিনী’, ‘ঘাতক’, ‘খাকি’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘লজ্জা’, ‘আজব প্রেম কী গজব কাহানি’, ইত্যাদি। এই প্রতিটা ছবিই দর্শকদের ভীষণ পছন্দ হয়েছিল। দর্শক থেকে সমালোচক সকলের থেকে এই ছবিগুলো দারুন প্রশংসিত হয়েছিল। এই পরিচালক বারংবার বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের ছবি নিয়ে এসেছেন দর্শকদের জন্য। এটাই যেন তাঁর ইউএসপি- বহুমাত্রিকতা।
দীর্ঘদিন নতুন কোনও ছবি নিয়ে আসেননি তিনি। তাঁর ভক্তরা বেশ হতাশ হয়ে পড়েছিলেন গোটা বিষয়টায়। কিন্তু এবার বছরের শুরুতেই আশার খবর শোনালেন অভিনেতা। জানালেন দীর্ঘ ৯ বছর পর নতুন ছবি নিয়ে আসছেন তিনি।
গান্ধী গডসে এক যুদ্ধ ছবিতে ধরা পড়বে গান্ধীজি এবং নাথুরাম গডসের মতাদর্শের লড়াই। একজন নরমপন্থী, আরেকজন চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন। যদিও তাঁদের লক্ষ্য একই ছিল, স্বাধীনতা। কিন্তু পথ ছিল আলাদা। আর সেই পথ আলাদা হওয়ার দারুন গৃহযুদ্ধ বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছয় সেটা ভারতের স্বাধীনতার এবং রাজনৈতিক ইতিহাসে অন্যতম ঘটনা হিসেবে থেকে যায়। আর এবার সেই ঘটনা উঠে আসবে সেলুলয়েডের পর্দায়।
সন্তোষী প্রোডাকশনের তরফে বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর এই ছবির একটি ভিডিয়ো পোস্ট করা হয়। জানানো হয় রাজকুমার তাঁর নতুন কাজ নিয়ে ফিরছেন। আগামী বছরের প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here