বড়দের সম্মান করেন না? মাঠের মধ্যে ছেলেবেলার কোচকে প্রণাম বিরাটের, ভাইরাল ভিডিয়ো
গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি। নিজের ঘরের মাঠ দিল্লিতে নেমেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) তারকা। আর মাঠে নেমেই এমন কাজ করলেন, যা নেটিজেনদের মন জিতে নিল। মাঠের মধ্যেই নিজের ছেলেবেলার কোচ রাজকুমার শর্মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিরাট। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তারইমধ্যে নেটিজেনদের বক্তব্য, বিরাটকে যে রগচটা ও আগ্রাসী বলে আক্রমণ করা হয় বা সিনিয়রদের সম্মান করতে পারেন না বলে আক্রমণ শানানো হয়, তাঁরা এবার কী বলবেন?
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামছে ব্যাঙ্গালোর। আইপিএলে প্রথম থেকেই আরসিবিতে খেললেও দিল্লি তো বিরাটের প্রকৃত ‘হোমগ্রাউন্ড’। আর সেই মাঠে বিরাটের ম্যাচ দেখতে হাজির ছিলেন আরসিবির তারকা ক্রিকেটারের ছেলেবেলার কোচ রাজকুমার। যাঁর হাতেই আজকের বিরাট তৈরি হয়েছেন। তাই রাজকুমারের প্রতি বিরাটের আবেগটা বরাবরই বেশি। আজও অন্যথা হয়নি। মাঠে কোচকে দেখেই বিরাট যে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন, তা প্রাক্তন ভারতীয় অধিনায়কের চোখেমুখেও ধরা পড়ে।
আরও পড়ুন: Virat ‘abuses’ Gambhir: ‘Bloody f***’, বিরাটের ঠিক কোন কথায় মেজাজ হারান গম্ভীর, সামনে এল সেটা- রিপোর্ট
আইপিএলের টুইট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যাচের আগে মাঠে প্র্যাকটিস সারছিলেন বিরাট। কোচকে দেখতে পেয়েই এগিয়ে আসেন বিরাট। একেবারে হাসিমুখে এগিয়ে আসতে থাকেন। ডান হাত থেকে গ্লাভস খুলে এক পায়ে প্রণাম করেন। গর্বিত বাবার মতো পিঠে চাপড়ে দেন কোচ। তারপর কোচকে জড়িয়ে ধরেন বিরাট। নিজের ছাত্রকে জড়িয়ে ধরেন রাজকুমার। তারপর দু’জনে কথা বলতে থাকেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
উল্লেখ্য, বিতর্কের মধ্যে জর্জরিত হয়ে আজ মাঠে নেমেছেন বিরাট। সোমবার লখনউ সুপার জায়েন্টসের ম্যাচের শেষে নবীন-উল-হক এবং গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, নবীনের সঙ্গে প্রাথমিকভাবে বিরাটের যে ঝামেলা শুরু হয়েছিল, তা গম্ভীরের সঙ্গেও লেগে গিয়েছিল। গম্ভীরকে চূড়ান্ত নোংরা ভাষায় গালিগালাজ করেছিলেন বিরাট। তারপরই দু’জনে একে অপরের দিকে তেড়ে গিয়েছিলেন। পরে বিষয়টি নিয়ে ঘুরিয়ে বিরাট মুখ খুললেও অনেকেই তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: Virat slammed for fight with Gambhir: ‘ওর বয়স আর ২১ নয়’, গম্ভীরের সঙ্গে ঝামেলা নিয়ে বিরাটকে তুলোধোনা উথাপ্পা-কুম্বলের
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here