বড়দিনে স্ত্রীকে জড়িয়ে উষ্ণ চুম্বন রণবীরের, দেখা মিলল না রাহার
২০২২ সালে প্রথমবার আলিয়া মা এবং স্ত্রী হিসেবে বড়দিন কাটালেন। সঙ্গে ছিলেন তাঁর ‘বেটার হাফ’ রণবীর। বিয়ের পর এই প্রথমবার তাঁরা একসঙ্গে বড়দিন উদযাপন করলেন। এদিন তাঁরা হাউজ পার্টিতে বড়দিন উপলক্ষে সকলে মিলে মেতে উঠেছিলেন। সেখানেই আলিয়াকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যায় রণবীরকে।
সোমবার, ২৬ ডিসেম্বর আলিয় ভাট তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বড়দিন উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করেন। সেখানে কাপুর এবং ভাট পরিবারের নানা সদস্যকে উৎসবের আমেজে দেখা যায়। এই ছবিগুলিতে করিশ্মা কাপুর থেকে নিতু কাপুর, রণধীর কাপুর, ববিতা কাপুর, সোনি রাজদান, পূজা ভাট, শাহিন ভাট, প্রমুখকে দেখা যায়।
চলতি বছরের এপ্রিল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এরপর নভেম্বর মাসে তাঁদের প্রথম সন্তান রাহার জন্ম হয়।
সোমবার আলিয়া যে ছবিগুলি শেয়ার করেছেন সেখানে তাঁর এবং রণবীরের একটি ছবি রয়েছে। সেখানে দেখা যাচ্ছে আলিয়াকে জড়িয়ে ধরে রণবীর তাঁর চোখে চুমু খাচ্ছেন। আলিয়া এদিন একটি লাল রঙের পোশাক পরেছিলেন সঙ্গে ছিল সান্টা টুপি। আরেকটি ছবিতে তাঁকে তাঁর বোন শাহিনের সঙ্গে দেখা যায়। এবং আরেকটি ছবিতে রণবীর, নীতু কাপুর, সোনি রাজদানকে দেখা যায়।
এই ছবিগুলো শেয়ার করে আলিয়া লেখেন, ‘বছরের সেরা সময় এটা। আমার পছন্দের, কাছের মানুষদের সঙ্গে। আমার পরিবারের তরফে তোমাদের সবার পরিবারকে জানাই মেরি ক্রিসমাস।’ আলিয়া আরও একটি ছবি শেয়ার করেন সেখানে বড়দিন উপলক্ষে কাপুর পরিবারের সকলে মধ্যাহ্নভোজের জন্য একত্রিত হতে দেখা যায়। এই ছবিটি কুণাল কাপুরের মুম্বইয়ের বাড়িতে তোলা।
আলিয়াকে আগামীতে করণ জোহরের নতুন ছবি ‘রকি অর রানি কী প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে। এটি ২৮ এপ্রিল ২০২৩ সালে মুক্তি পাবে। এছাড়া জোয়া আখতারের ছবি ‘জি লে জারা’তেও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে।
For all the latest entertainment News Click Here